পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

শুভেন্দুর ইন্ধনেই বাংলাজুড়ে ইডির হানা, অভিযোগ শশী পাঁজার - শুভেন্দু অধিকারী

Shashi Panja on ED Raid in Bengal: মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই অভিযান নিয়ে বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের শশী পাঁজা ৷ তাঁর দাবি, শুভেন্দুর ইন্ধনে রাজ্য়ে ইডির তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গায় ৷

etv bharat
etv bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 1:16 PM IST

Updated : Feb 6, 2024, 1:34 PM IST

শুভেন্দুর ইন্ধনেই বাংলাজুড়ে ইডির হানা, অভিযোগ শশী পাঁজার

কলকাতা, 6 ফেব্রুয়ারি: রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস ৷ বাংলার শাসক দলের অন্যতম শীর্ষনেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, শুভেন্দু অধিকারীর ইন্ধনেই এই তল্লাশি অভিযান চালিয়ে বাংলার মানুষকে হেনস্তা করা হচ্ছে ৷

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে গত শুক্রবার থেকে কলকাতার রেড রোডে ধরনায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ রেড রোডে ড. বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে সেই ধরনা মঞ্চের সামনে দাঁড়িয়েই মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন শশী পাঁজা ৷

তিনি এ দিন কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযানের সঙ্গে শুভেন্দু অধিকারীর দিল্লি সফরকে একসূত্রে গেঁথেছেন ৷ শশী পাঁজা বলেন, ‘‘শুভেন্দু অধিকারী গতকাল (সোমবার) দিল্লি থেকে ধমকানি-চমকানি দিয়েছেন ৷ বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করেছেন ৷ বিভিন্ন দফতরে গিয়েছেন ৷ তাঁর সাক্ষাতের বিষয়বস্তু বলছেন না ৷ কিন্তু বলছেন যে বাংলা দেখবে আগামিদিনে কী হতে চলেছে ৷’’

ফলে এটা স্পষ্ট যে এ দিনের তল্লাশি অভিযানের জন্য শুভেন্দুকেই সরাসরি কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ আসলে তিনি বলতে চাইছেন যে দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী ইন্ধন দেওয়াতেই এই তল্লাশি অভিযান ৷ তাই তাঁর দাবি, ‘‘গতকাল (সোমবার) শুভেন্দু অধিকারীর বিভিন্ন দফতরে বৈঠক ৷ তার পর আজ ইডির অভিযান৷ ক্রোনোলজি বুঝতে হবে ৷’’

একই সঙ্গে শশী পাঁজা অভিযোগ করেছেন যে 21 লক্ষ বঞ্চিতকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া টাকা দেওয়ার কথা বলার পরই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিতভাবে বদলার মনোভাব নিয়েছে ৷ তিনি উত্তর ও মধ্যপ্রদেশের উদাহরণ টেনেছেন ৷ জানিয়েছেন, উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশে বেশি জবকার্ড বাতিল করেছে কেন্দ্র ৷ তার পরও সেখানে একশো দিনের টাকা আটকানো হয়নি ৷ বাংলায় টাকা আটকানো হয়েছে৷ অথচ বিজেপি ইডি ও সিবিআই পাঠিয়ে বাংলার মানুষকে হেনস্তা করছে ৷

উল্লেখ্য, এ দিন সকাল থেকে বাংলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ একশো দিনের কাজের দুর্নীতিতেই এই তল্লাশি অভিযান চলছে ৷ কোথাও সরকারি আধিকারিকের ফ্ল্যাটে তল্লাশি চলছে ৷ আবার তল্লাশি চলছে পঞ্চায়েত সদস্যদের বাড়িতেও ৷

আরও পড়ুন:

  1. 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা
  2. ক্যাগ রিপোর্টে অসঙ্গতি, বিধানসভায় আলোচনার দাবিতে বিক্ষোভ বিজেপির
  3. 21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, বড় ঘোষণা মমতার
Last Updated : Feb 6, 2024, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details