পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সমবায় ব্যাংকের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর, ‘নিষ্ক্রিয়’ পুলিশের বিরুদ্ধে থুতু ছুঁড়ে ‘প্রতিবাদ’ বাম নেত্রীর - COOPERATIVE BANK VOTE NOMINATION

আগামী 23 মার্চ মেদিনীপুরের পিপিলস ব্যাংক কো-অপারেটিভের পরিচালন সমিতির ভোট ৷ মঙ্গলবার ছিল মনোনয়ন ৷ সেই নিয়ে সংঘর্ষ হয় তৃণমূল ও সিপিএমের মধ্যে ৷

COOPERATIVE BANK VOTE NOMINATION
সমবায় ব্যাংকের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 4:10 PM IST

মেদিনীপুর, 25 ফেব্রুয়ারি: সমবায় ব্যাংকের নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে কেন্দ্র রণক্ষেত্র তৈরি হল মেদিনীপুরে ৷ মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের সদর শহরে তৃণমূল ও বাম কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ পুলিশের বিরুদ্ধে তৃণমূলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তোলেন সিপিএমের নেত্রী পাপিয়া সিংহ আচার্য ৷ যদিও তাঁর বিরুদ্ধেই পুলিশের দিকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে ৷ সেকথা স্বীকার করে নিয়েছেন ওই নেত্রী ৷ এই নিয়ে অবশ্য পুলিশের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত পিপিলস ব্যাংক কো-অপারেটিভের পরিচালন সমিতির ভোট আগামী 23 মার্চ ৷ গত দশ বছর এই সমবায় ব্যাংকের ভোট হয়নি ৷ শেষবার যখন ভোট হয়, তখন সব আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৷ এবারই প্রতিটি আসনে জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর শাসক দল ৷ তবে লড়াইয়ে থাকার মরিয়া প্রচেষ্টা করে যাচ্ছে সিপিএম-সহ বামেরা ৷

সমবায় ব্যাংকের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর, ‘নিষ্ক্রিয়’ পুলিশের বিরুদ্ধে থুতু ছুঁড়ে ‘প্রতিবাদ’ বাম নেত্রীর (ইটিভি ভারত)

মঙ্গলবার এই সমবায় ব্যাংকের নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার দিন ছিল ৷ সেই কারণে সকাল থেকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা হাজির হন মনোনয়নপত্র তুলে তা জমা দেওয়ার জন্য ৷ সিপিএম নেত্রী পাপিয়া সিংহ আচার্যের অভিযোগ, তৃণমূল কংগ্রেস হাজার হাজার লোক নিয়ে মনোনয়ন তুলতে যায় ৷ কিন্তু বাম প্রার্থীদের মনোনয়ন তুলতে দিতে বাধা দেওয়া হয় ৷ পুলিশের ভূমিকা পক্ষপাতিত্বমূলক ছিল ৷

সমবায় ব্যাংকের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর (নিজস্ব ছবি)

বামেদের অভিযোগ, তারা একজোট হয়ে মনোনয়ন তুলতে যাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা চালায় ৷ মারধর করা হয় ৷ তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা নেয় ৷ সেই কারণেই তিনি পুলিশের দিকে থুতু ছুঁড়ে প্রতিবাদ করেন বলে জানিয়েছেন সিপিএম নেত্রী পাপিয়া সিংহ আচার্য ৷

সমবায় ব্যাংকের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর (নিজস্ব ছবি)

তিনি বলেন, "পাঁচশো হাজার লোক প্রথম থেকে জমায়েত করেছে শাসক দল । একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হচ্ছে, সেখানে আমাদের কিছুতেই মনোনয়ন তুলতে দেয়নি ৷ আমাদের মাঝ রাস্তা থেকেই মেরে ধরে হাটিয়ে দিয়েছে তারা । পুলিশের কড়া পাহারা থাকলেও পুলিশ পুরোপুরি তৃণমূলের দলদাস হয়ে কাজ করে করেছে, তারা ছিল পুরো নিষ্ক্রিয় ।’’

সমবায় ব্যাংকের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র মেদিনীপুর (নিজস্ব ছবি)

তৃণমূল অবশ্য গোলমালের অভিযোগ অস্বীকার করেছে ৷ তৃণমূলের যুব নেতা নির্মাল্য চক্রবর্তী বলেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । শান্তিপূর্ণ মনোনয়নপত্র চলছিল সেই সময় সিপিএমের মহিলা ও পুরুষ হার্মাদ বাহিনী আক্রমণ করতে গেলে আমাদের একজন আক্রান্ত হয় । যা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে । আমরা কোনও প্ররোচনায় পা দেব না ৷ আমরা শান্তিপূর্ণ ভোট করাব । সেই সঙ্গে এর জবাব আমরা ভোটের জেতার মাধ্যমে দেব বামেদের ।’’

পুলিশকে উদ্দেশ্য করে থুতু ছোড়ার অভিযোগ বামনেত্রীর (নিজস্ব ছবি)

এদিকে এই ঘটনা নিয়ে ব্যাপক গোলমাল হয় ৷ উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরে ৷ বেশ কয়েকজন আহতও হন ৷ এদিকে পুলিশের দিকে থুতু ছোড়ার ঘটনা নিয়ে এখনও পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ এমনকী, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত গোলমাল নিয়েও মুখ খুলতে নারাজ পুলিশের কোনও আধিকারিক ৷ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে মেসেজ করা হয়৷ তিনি কোনও উত্তর দেননি ৷

ABOUT THE AUTHOR

...view details