পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

গো-ব্যাক স্লোগানের পালটা 'নমস্কার' দাওয়াই, অন্য মেজাজে বিজেপি প্রার্থী হিরণ - Lok Sabha Election 2024

Hiran Faces Go Back Slogan: কেশপুরে প্রচারে এসে ফের বিক্ষোভের মুখে বিজেপি তারকা প্রার্থী হিরন চট্টোপাধ্যায় । বিজেপির প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ পালটা নমস্কার করলেন হিরণ ৷

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 8:53 AM IST

Hiran Chatterjee
হিরণ চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

কেশপুর, 20 মে:কেশপুরে প্রচারে এসে ফের বিক্ষোভের মুখে বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । তাঁকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান ও চোর স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ বিক্ষোভকারীদের পালটা 'নমস্কার' করে অভিবাদন জানালেন হিরণ ৷

সোমবার প্রচারের শেষ পর্বে কেশপুরে যান বিজেপির তারকা প্রার্থী ৷ ঝেঁতলার দিকে যাওয়ার সময় তাঁকে দেখে স্থানীয় তৃণমূল কর্মী নেতৃত্ব কালো পতাকা দেখান ৷ গো ব্যাক স্লোগানও দেন তাঁরা । তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়েন হিরণ ৷ কোনও রাগ বা মেজাজ না-দেখিয়ে হাত জোড় করে তাঁদের নমস্কার করেন তিনি ৷

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছিলেন স্থানীয় পুলিশ কর্মীরা ৷ তৃণমূলের কর্মী-সমর্থকদের ঘরে ফেরানোর এবং গণ্ডগোল থামানোর চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু তৃণমূল কর্মীরা কোনও ভাবে শুনতেই চাননি ৷ দলবদ্ধভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । এরপর হিরণ তাঁদেরকে 'নমস্কার' বলে অভিবাদন জানান ৷ যদিও তারপরও তাঁরা একের পর এক প্রশ্ন ছুঁড়তে থাকে হিরণের দিকে । কেউ কেউ আবার 100 দিনের টাকা কেন আটকে রয়েছে? সেই প্রশ্নও ছুঁড়ে দেন । পালটা হিরণও তাঁদেরকে প্রশ্ন ছুঁড়ে দেন ৷ "চোর তৃণমূল কেন টাকা দেয়নি", প্রশ্ন ছুঁড়ে দেন এই তিনি । দু'তরফের এই গণ্ডগোলে উত্তপ্ত হয়ে ওঠে ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর ।

ঘটনা প্রসঙ্গে হিরণ জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই কেশপুরের তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ আক্রমণ করারও চেষ্টা করেন বলে অভিযোগ করেন এই বিজেপি প্রার্থী । এই ঘটনায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও এক হাত নেন তিনি । হিরণ বলেন, "দেব সৌজন্যের রাজনীতির কথা বারবার মুখে আউড়ে যান ৷ অথচ এই ধরনের বিক্ষোভ, আক্রমণ করে সৌজন্যের রাজনীতির আসল চিত্র তুলে ধরছেন তাঁর কর্মীরা ।" প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের টাকা ফেরতের প্রশ্নে হিরণ বলেন, "আগে তৃণমূল টাকা ফেরত দিক ।"

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details