কলকাতা, 10 জুন: লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসন থেকে জিতেছেন তৃণমূলের কংগ্রেসের পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ভোট পেয়েছেন 4 লক্ষ 54 হাজার 696টি ৷ কিন্তু কমেছে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই তৃণমূলের অন্দরে ছিল মতপার্থক্য । তবে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামতেই বদলে যায় ছবি । অথচ ভোটের ফল প্রকাশের পর দেখা যায় নিজের গড়েই অনেকটা ভোট কমেছে তৃণমূলের। বরং, ভোট বেড়েছে বাম-কংগ্রেস জোট এবং বিজেপির ৷ অন্তত এমনই ছবি উঠে এসেছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে ৷
কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্রের বিধায়ক । তিন বছর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তাঁর প্রাপ্ত ভোট 70,101টি । বিজেপি পেয়েছিল 24,757 ভোট । কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 14,266টি ভোট । কিন্তু লোকসভায় সেই কেন্দ্রেই বড়সড় ধাক্কা খেয়েছেন সুদীপ । চৌরঙ্গীতে তৃণমূলের প্রাপ্ত ভোট হল 55,031টি । অর্থাৎ, বিধানসভা নির্বাচনের নিরিখে ভোট কমেছে 15 হাজার ৷ অন্যদিকে, এই বিধানসভা থেকে বিজেপির ভোট বেড়েছে 40,386টি ভোট ৷