নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ম্যারাথন জেরার মুখে পড়লেন তৃণমূল সাংসদ দীপক অধিকার ওরফে দেব। গরুপাচারের তদন্তে বুধবার দেবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো বুধবার সকাল 11টার কিছু আগে দিল্লির ইডি দফতরে এসে হাজিরা দেন দেব। এরপর প্রায় 8 ঘণ্টারও বেশি সময় ইডি দফতরেই ছিলেন। রাত 9টা নাগাদ এই কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতর থেকে বেরিয়ে আসেন দেব। সংবাদমাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েই বিমানবন্দরের দিকে চলে যান ঘাটালের তৃণমূল সাংসদ।
গত কয়েক বছর ধরেই গরুপাচার সংক্রান্ত বহু অভিযোগকে ঘিরে উত্তাল হয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। এই অভিযোগে আগেও ইডি'র মুখোমুখি হন দেব । 2022 সালে কলকাতার সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছিলেন দেব। এবারও এলেন। সকালে হাজিরা দেওয়ার আগে দেব জানান, ইডি যতবার ডাকবে ততবারই তিনি আসবেন। ফেরার সময়ও তিনি বলেন, "হাসি মুখে এসেছিলাম। হাসি মুখেই যাচ্ছি।" পাশাপাশি তিনি জানান, শুটিংয়ের কাজ থেকে বিরতি নিয়েই তিনি হাজিরা দিতে এসেছেন। খানিকক্ষণ কথা বলার পরই বিমান ধরতে চলে যান তৃণমূলের এই তারকা সাংসদ।