পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ভোটে জিতেই মনোজকে ভুলেছেন প্রসূন ! ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রীর - Manoj Tiwary

Manoj Tiwary: হাওড়া লোকসভা আসনে এবারও জিতেছেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্য়ের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক তৃণমূলের মনোজ তিওয়ারির অভিযোগ, জেতার পর তাঁকে ভুলে গিয়েছেন প্রসূন ৷ যদিও এই নিয়ে মন্তব্য করতে রাজি হননি হাওড়ার সাংসদ ৷

Manoj Tiwary
প্রসূন বন্দ্যোপাধ্যায়-মনোজ তিওয়ারি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 4:52 PM IST

Updated : Jun 8, 2024, 8:59 PM IST

হাওড়া, 8 জুন: লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার ৷ তার পর পেরিয়েছে মাত্র চারদিন ৷ তার মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতিতে মধ্য়ে পড়লেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তৃণমূলের এই সাংসদকে অস্বস্তিতে ফেলেছেন দলেরই বিধায়ক মনোজ তিওয়ারি ৷ প্রাক্তন এই ক্রিকেটারের দাবি, প্রসূনের জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ অথচ ভোট পার হতেই তাঁকে ভুলে গিয়েছেন প্রসূন ৷ বরং তৃণমূলের অন্দরে যাঁরা পিছন থেকে ছুরির মারার চেষ্টা করছিলেন, এখন তাঁদের সঙ্গেই হৃদ্যতা দেখাচ্ছেন হাওড়ার সাংসদ ৷ যদিও মনোজের এই বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

প্রসূনকে তোপ মনোজের (ইটিভি ভারত)

2013 সালে উপ-নির্বাচনে জিতে হাওড়ার সাংসদ হন অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ৷ 2014 ও 2019 সালে তিনি জিতেছেন ৷ এবার জিতেছেন লক্ষাধিক ভোটের ব্যবধানে ৷ তবে এবার নির্বাচনী প্রচারের সময় প্রসূনকে জেলা তৃণমূলের অন্দরের ক্ষোভ বারবার প্রকাশ্যে চলে এসেছিল ৷ তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যে ইভিএমে প্রতিফলিত হয়নি, তা ভোটের ফলেই প্রমাণ হয়ে গিয়েছে ৷

তাই মঙ্গলবারের পর থেকে ‘ফিল-গুড’ আবহ তৈরি হয়েছে হাওড়া তৃণমূলের অন্দরে ৷ কিন্তু সেই ‘আনন্দের’ সুরের তাল কাটল শিবপুরের বিধায়ক তৃণমূলের মনোজ তিওয়ারির বক্তব্য়কে কেন্দ্র করে ৷ রাজ্য়ের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷

তিনি বলেন, ‘‘প্রসূনদা আপনি হয়তো ভুলে গিয়েছেন যাঁরা আপনাকে চাইছিলেন না, প্রার্থী হিসাবে যাঁরা সাবোতাজ করছিলেন, এই বিষয় নিয়ে আমার সঙ্গে এত কথা হল আপনার, আর আজ 8 তারিখ হতে চলেছে প্রসূনদা আপনি ফোন বন্ধ রেখেছেন । আমি এত দুঃখ পেয়েছি, মন খারাপ হয়েছে ৷ 2019 সালে আমরা পেয়েছিলাম 8 হাজার ভোটের লিড । সেটা 2024 সালে শিবপুর থেকে আমরা 14 হাজার ভোটে এগিয়েছি ।’’

মনোজ আরও বলেন, ‘‘আমরা এটাও জানি আমাদের দলের কিছু লোকেরা কিন্তু সাবোতাজ করেছে । বিজেপির হয়ে প্রচার করেছে, বিজেপিকে ভোট দিতে বলে বলা হয়েছে, ছাতা গিফ্ট করা হয়েছে, বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে । তাঁরা চেয়েছিলেন প্রসূনদা যেন না জেতেন । শিবপুর থেকে মনোজ তিওয়ারি নেতৃত্ব দিচ্ছে বলেও অপপ্রচার করা হয়েছে ।’’

পাশাপাশি মনোজ নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বা আমাদের কর্মীদের কেউ ফোন করে ধন্যবাদ বা অভিনন্দন জানাননি । যদিও আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি, তার জন্য স্বীকৃতি পাইনি ৷ কেন পাইনি, আমি নিজেই জানি না৷ এটার আমি মানে বুঝে উঠতে পারছি না ।’’

তিনি আরও বলেন, ‘‘যদিও আজকে দেখতে পাচ্ছি অনেক ছবি ৷ যাঁরা বিরোধিতা করেছেন আপনার, যাঁরা শিবপুরের বিধায়কের বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত, যাঁরা আপনার হয়ে কোনও কাজ করেননি, সাবতাজ করেছেন, আজকে আপনি ওঁদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন । ফুলমালা পরছেন ৷ এটা কিন্তু ঠিক হয়নি ৷ আমি শুধু নিজের জন্যই বলছি না, প্রত্যেকটা কর্মীর হয়ে বলছি ।’’

যদিও এই বিষয়ে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেই 'নো কমেন্টস' বলে গাড়িতে উঠে বেরিয়ে যান ।

Last Updated : Jun 8, 2024, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details