সন্দেশখালুিতে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী সন্দেশখালি, 24 ফেব্রুয়ারি: চলতি বছরের জানুয়ারির শুরুতে ইডি-র উপর হামলার পর থেকে ‘বেপাত্তা’ সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ৷ তাঁর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল উত্তর 24 পরগনার ওই এলাকা ৷ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ এই পরিস্থিতিতে সন্দেশখালির অভিযুক্তদের নিয়ে বড় বয়ান দিলেন রাজ্য সরকারের সেচমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা পার্থ ভৌমিক ৷
শনিবার তিনি জানান, সন্দেশখালির অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস ৷ যাঁদের জন্য সন্দেশখালির এই পরিস্থিতি, যাঁদের জন্য সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম ৷ তিনি জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্য়ায়কে যদি তৃণমূল তাড়িয়ে দিতে পারে, তাহলে যাঁদের জন্য সন্দেশখালির মানুষ অত্যাচারিত, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে ৷
সন্দেশখালিতে মন্ত্রী সুজিত বসু৷ শনিবার৷ এ দিন সন্দেশখালির বিভিন্ন এলাকায় যান পার্থ ভৌমিক ৷ তাঁর সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তাঁরা মানুষের সঙ্গে কথা বলেন ৷ মানুষের অভাব-অভিযোগ শোনেন ৷ পরে সুজিত বসু জানান, এ দিন সকাল থেকে তাঁরা সন্দেশখালির লোকের কথা শুনেছেন ৷ আগামিকাল, রবিবার পার্থ ভৌমিকের সঙ্গে তিনি আবার আসবেন ৷ যাঁদের যাঁদের জমি জোর করে নিয়ে নেওয়া হয়েছে, তাঁদের জমি ফেরতের ব্য়বস্থা করা হচ্ছে ৷ সরকারি আধিকারিকরা তাঁদের সঙ্গে থেকে সব অভিযোগ শুনেছেন ৷ রাজ্যের তরফে শিবিরও করা হবে ৷ সেখানে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন ৷
উল্লেখ্য, জানুয়ারির গোড়ার দিকে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যায় ইডি ৷ সেখানে শাহাজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ৷ তার পর থেকে শাহজাহানকে আর প্রকাশ্যে দেখা যায়নি ৷ ফেব্রুয়ারির শুরুর দিকে স্থানীয় মহিলারা শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁরা অভিযোগ করেন যে শাহজাহানরা তাঁদের জমি দখল করেছে ৷ নারী নির্যাতনের অভিযোগও উঠেছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ৷
ফলে সন্দেশখালি এখন অগ্নিগর্ভ ৷ শুরুর দিকে 144 ধারা জারি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ ৷ কিন্তু এখন 144 ধারা জারির পরও কাজ হচ্ছে না বলে অভিযোগ ৷ সম্প্রতি দু-তিনদিন ওই এলাকায় বিভিন্ন গ্রামে বিক্ষোভ হয়েছে ৷ কোথাও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ হয়েছে ৷ কোথাও আবার স্থানীয় তৃণমূল নেতাদের মারধর করা হয়েছে ৷ এ দিন পার্থ-সুজিতদের কাছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা ৷
এদিকে শিবু হাজরা ও উত্তম সরদার গ্রেফতার হয়েছে ৷ শিবু হাজরার দু’টি গণধর্ষণের মামলা হয়েছে ৷ কিন্তু এখনও অধরা শেখ শাহজাহান ৷ কবে তাঁকে গ্রেফতার করা হবে ? সেই প্রশ্নেই আপাতত সরব সন্দেশখালি ৷
আরও পড়ুন:
- নিরাপত্তার দূর্গে সন্দেশখালি, মন্ত্রীদের প্রবেশেও কড়াকড়ি
- অগ্নিগর্ভ সন্দেশখালিতে জারি 144 ধারা, চলছে রাজ্য পুলিশের রুটমার্চ
- তপ্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার পরিবারকে তাড়া ক্ষুদ্ধ গ্রামবাসীদের