পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের - রাজভবনে তৃণমূল

TMC delegates meet Governor: রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে চোপড়ার শিশুমৃত্যু ও সন্দেশখালির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করল তৃণমূল কংগ্রেস ৷ তাঁদের দাবি, রাজ্যপাল তাঁদের দাবি মেটানোর আশ্বাস দিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 2:52 PM IST

Updated : Feb 15, 2024, 3:52 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি:রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশুমৃত্যু থেকে সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইল শাসকদল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের এই দাবিকে সম্মান জানিয়ে চোপড়ার ঘটনাস্থলে যাওয়ার কথা দিয়েছেন রাজ্যপাল । তৃণমূলের প্রতিনিধি দলের দাবি, রাজ্যপাল বলেছেন, সন্দেশখালির ঘটনায় রাজ্য প্রশাসনের কাছে তিনি রিপোর্ট চাইবেন এবং নিরপেক্ষ তদন্ত গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

আজ উত্তর দিনাজপুরের চোপড়ার শিশুমৃত্যু নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা । বেলা বারোটা নাগাদ তাঁরা রাজভবনে প্রবেশ করেন । আধ ঘণ্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে তাঁরা রাজভবন থেকে বের হন ।

রাজভবন থেকে বেরিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমরা আমাদের দলের তরফে একটি ডেপুটেশন দিতে রাজ্যপালের কাছে গিয়েছিলাম । উত্তর দিনাজপুরের চোপড়ায় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে । তারা (বিএসএফ) গ্রামবাসীকে সতর্ক করেনি । তার ফলে, 4 শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়েছে প্রায় । আমরা রাজ্যপালকে বললাম, আপনি ঘটনাস্থলে যান । বিএসএফ বেআইনি ভাবে কাজ করছিল সেটা কেন্দ্রীয় মন্ত্রীকে জানান । আপনি সন্দেশখালিতেও সফর কাটছাঁট করে গিয়েছিলেন । এ বার চোপড়াতেও যান । মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে সবটা শুনেছেন । উনি যাবেন বলেছেন । আমরা খুশি । আমরা দেখব উনি কবে যান ।"

চন্দ্রিমা ভট্টাচার্যের আরও দাবি তাঁরা রাজ্যপালকে বলেছেন, "সন্দেশখালিতে এক তরফা ভাবে রিপোর্ট পেশ করা হয়েছে । রাজ্য সরকারের থেকেও রিপোর্ট নিন । এমনি কোনও কিছু না দেখে যেটা আইনত করার সেটাই করুন । রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি উচ্চ সম্মান জানিয়ে রাজ্যপাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি কখনও অপমান করেন না । সম্মান করেন । রাজ্যের প্রশাসন থেকে তিনি সন্দেশখালির বিষয়ে রিপোর্ট চাইবেন বলে জানিয়েছেন ।"

তৃণমূলের তরফে আজ রাজ্যপালের কাছে বিজেপির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জানানো হয়েছে ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, "রাজ্যজুড়ে বিজেপির দুর্বৃত্তরা বিভিন্ন কার্যক্রম করছে । যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার । এই অভিযোগ শুনে রাজ্যপাল পরিষদীয় দলের কাছে অনুরোধ করেছেন, পরিষদীয় দল যাতে বিজেপির দুর্বৃত্তদের ওই কার্যকলাপ সম্পর্কে মাঝেমধ্যেই রাজ্যপালের কাছে রিপোর্ট করেন ।"

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "বিএসএফ কার্ড ডিস্ট্রিবিউশন করছে । এর আগে 3 জন রাজবংশীর মৃত্যু হয়েছে । বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে বিএসএফ, অথচ তাদের কাজ সীমান্ত সুরক্ষা ।"

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, "আমরা রাজ্যপালকে জানিয়েছি, আপনার কাছে যে রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন । পক্ষপাতদুষ্ট । আপনি রাজ্য সরকারের কাছ থেকেই রিপোর্ট চান । তিনি বলেছেন রিপোর্ট চাইবেন । সিপিএমের, বিজেপির, আইএসএফের যে নেতারা গ্রেফতার হয়েছেন, তাঁরা এতদিন ধরে কিছু বলেননি কেন ? রাজ্যকে কলুষিত করছে । সরকার ব্যবস্থা নিয়েছে । যে কুৎসিত বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে তা মিথ্যা । সন্দেশখালি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইবেন রাজ্যপাল । তৃণমূলের কাছে বিজেপির বিরুদ্ধে যে যে অভিযোগ আছে, তা যেন তাঁকে অবহিত করা হয়, এটাই বলেছেন রাজ্যপাল ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি
  2. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড
  3. বিধানসভায় ফের মুখ্যমন্ত্রীকে 'চোর চোর' স্লোগান বিজেপির, অসৌজন্য বলছে তৃণমূল
Last Updated : Feb 15, 2024, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details