রায়গঞ্জ, 13 জুলাই: "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম ৷ সেই নিরিখে এবার নির্বাচন হয়েছে ৷ " জেতার পর এমনই বললেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী । উল্লেখ্য, এই প্রথম রায়গঞ্জ বিধানসভায় জয়লাভ করল তৃণমূল ৷ জয়ী প্রার্থীর বার্তা, "এবার থেকে তৃণমূলের জয় যাত্রা চলতেই থাকবে ৷"
জয় নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী (ইটিভি ভারত) উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছিল তৃণমূল ৷ তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন বিজেপির প্রার্থী মানস ঘোষ এবং বাম জোট কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভায় প্রায় 47 হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি । তাই উপনির্বাচন নিয়ে টানটান উত্তেজনা ছিল রাজনৈতিক মহলে ৷ এদিন দশ রাউন্ড গণনা শেষে দেখা যায় রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রায় 49 হাজার 536 ভোট পেয়ে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন ।
লোকসভা নির্বাচনের আগে প্রচারের জন্য রায়গঞ্জে সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন বিজেপির কার্তিক চন্দ্র পাল ৷ এদিন সেই প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, "লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী রায়গঞ্জে এসে সন্দেশখালি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে ৷ তাই সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে অন্য দলে ভোট দিয়েছেন ৷ কিন্তু পরে সন্দেশখালি ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর মানুষ বুঝতে পেরেছে বলেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে ৷" সেইসঙ্গে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে আসা নিয়ে কৃষ্ণ কল্যাণী বলেন, "উনি ভোট লুটের পান্ডা ৷ তবে রায়গঞ্জের সাধারণ মানুষ তা বুঝেই শুভেন্দু অধিকারীকে উচিত জবাব দিয়েছেন ৷"
জেতার পর রায়গঞ্জের মানুষের জন্য কী করবেন তিনি ? এদিন গণনা কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তৃণমূলের এই জয়ী প্রার্থী বলেন, "রায়গঞ্জের উন্নয়ন প্রসঙ্গে শীঘ্রই পুরসভার প্রশাসকদের নিয়ে বৈঠক করব ৷ কীভাবে রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে উন্নতির ব্যবস্থা করা যায়, তা নিয়ে আলোচনা করব ৷ পাশাপাশি কীভাবে রায়গঞ্জের যানজট মুক্ত করা যায়, সেই বিষয়েও আলোচনা করব ৷ বারসই সড়ক পথে 90% কাজ হয়ে আছে ৷ এবার বাকি 10% কাজ সম্পূর্ণ করতে হবে ৷"