দুর্গাপুর, 25 এপ্রিল: "মহিষাসুরের মতো, দিলীপ ঘোষও বধ হবেন ৷" প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে 'মহিষাসুরের' সঙ্গে তুলনা করে এ কথাই বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ দেবী শ্যামরূপার মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, "পরিষ্কার মনে আর ভক্তি ভরে প্রার্থনা করলে মা সাড়া দেন ৷ কারণ মা সব জানেন। মায়ের কাছে কিছু চাইতে হয় না ৷ মহিলাদের কে সম্মান করেন! আর কে মহিলাদের গালাগালি দেয় এবং মাকে অপমান করে ! তা সবই মা জানেন ৷" এরপরই দিলীপকে কটাক্ষ করে তাঁর সংযোজন, "মহিষাসুর মা'কে গালাগালি করত ৷ তাই বধ করেছেন মা ৷ দিলীপ ঘোষও বধ হবেন ৷ জোড়া ফুলে ভোট দিয়ে তাঁকে মেদিনীপুরে পাঠিয়ে দেবে বর্ধমান-দুর্গাপুরের মানুষ ৷"
ভোট যুদ্ধে জয়ের আশায় দেবী শ্যামরূপার মন্দিরে রামনবমীর দিন ঘটা করে পুজো দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ এবার সেই মন্দিরেই পুজো দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী ৷ স্ত্রী পুনম আজাদকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে গাছ তলায় বসে যজ্ঞ করেন তিনি ৷ দলীয় কর্মীরাও সঙ্গে ছিলেন ৷ একটাই আশা ভোটে জিততে হবে তাঁকে ৷