পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রাজ্যের 7 আসনে পঞ্চম দফার নির্বাচন ! ভোট দিলেন দীপ্সিতা, প্রসূন, দেবাংশু - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Candidates Cast Votes: সোমবার সকাল থেকেই ভোট শুরু হয় শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া এবং আরামবাগে ৷ সকাল সকাল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তৃণমূল কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা ৷ ভোট দেন দীপ্সিতা ধর, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যরা ৷

Candidates Vote Cast
প্রার্থীদের ভোটদান (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 6:57 PM IST

প্রার্থীদের ভোটদান (ইটিভি ভারত)

হাওড়া, 20 মে: রাজ্যের 7 টি আসনে চলছে পঞ্চম দফার নির্বাচন ৷ সোমবার সকাল থেকে ভোট শুরু হয়েছে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া এবং আরামবাগে ৷ কোথাও বুথের ভিতরে ঢুকে ইভিএম দেখার অভিযোগ উঠেছে প্রার্থীর বিরুদ্ধে, তো কোথাও বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মোমবাতি জ্বালিয়ে চলছে ভোট প্রক্রিয়া ৷ এই আবহে সকাল সকাল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তৃণমূল কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা ৷

এদিন ভোট প্রক্রিয়া শুরু হতেই ডোমজুর বিধানসভার অন্তর্গত চিত্তরঞ্জন হাই স্কুলে ভোট দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর ৷ এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই তাঁর ৷ তবে তৃণমূলের এই পোরখাওয়া রাজনীতিকের বিরুদ্ধে নিজের জয় নিয়ে আশাবাদী তিনি ৷ এদিন ভোট দেওয়ার পর দীপ্সিতা বলেন, "একাধিক এলাকায় দলের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না ৷ বাঁকড়া অঞ্চলে অশান্তির খবর এসেছে ৷ সকলকে বলব যাঁকে পছন্দ, সেই দলের প্রার্থীকেই ভোট দিন ৷ নিজের ভোট নিজেই দিন ৷"

নিজের বুথে ভোট দিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য । মতিঘর আইসিডিএস সেন্টার বুথ নম্বর 296-এ লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোট দিলেন তিনি । ভোট দেওয়ার পর ফের প্রচারের জন্য বেরিয়ে যান তিনি ৷ ভোট দেওয়ার পর দেবাংশু বলেন, "নিজের বাড়িতে এসে ভোট দিলাম ৷ এবার শেষ প্রচারের জন্য বেরতে হবে ৷" এরপরই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি বিরোধী বলে মনে করি না ৷ সকলে তাঁকে হেভিওয়েট বলে মনে করলেও তিনি বিজেপির 'জিরো ওয়েট' প্রার্থী ৷"

সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ৷ সোমবার সকালে যজুর্বেড়িয়া গার্লস হাইস্কুলে 168 নম্বর বুথে ভোট দেন তিনি ৷ ভোট দেওয়ার পর তিনি বলেন, "ভোট জ্যামের কোনও খবর নেই ৷ তবে কয়েকটি এলাকায় আংশিক সমস্যা হয়েছে ৷ কিন্তু ভোট বেশ শান্তিপূর্ণ হয়েছে ৷" এদিন সকালে ভোট দিয়েছেন হাওড়া সদর তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, হাওড়া আর্য বালিকা বিদ্যালয়ে ভোট দেন সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷ ভোট দিয়ে বেরিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details