মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ বিজেপির শক্তিপুর, 18 এপ্রিল: শক্তিপুর, 18 এপ্রিল: রামনবমীতে অশান্তির জেরে আজও চাপা উত্তেজনা রয়েছে শক্তিপুরে ৷ বহরমপুর থেকে শক্তিপুরে ঢোকার 14 কিলোমিটার আগে থেকে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ জারি করা হয়েছে 144 ধারা ৷ বাইরে থেকে লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ৷ জরুরি পরিষেবার গাড়ি ও স্থানীয়দের প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ আইনশৃঙ্খলা বজায় রাখতে গতকাল রাত থেকে সেখানে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে টহলদারি শুরু হয়েছে ৷
উল্লেখ্য, বুধবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর ৷ অভিযোগ শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোঁড়া হয় ৷ এমনকি বোমাবাজির অভিযোগ করেছিলেন স্থানীয়রা ৷ এই ঘটনায় তিন মহিলা ও শিশু-সহ মোট 20 জন আহত হয়েছিলেন ৷ তাঁদের মধ্যে গতকাল রাতে বয়স্ক মহিলা-সহ তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছিল ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ আরও এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে ৷
শক্তিনগরের মানুষজন এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন ৷ বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, স্থানীয়দের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আগে থেকেই চাপা ক্ষোভ রয়েছে ৷ অভিযোগ, কয়েক দিন আগে চরক পুজোর সময় থেকেই অশান্ত ছিল শক্তিপুর ৷ কিন্তু, তারপরেই রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে যথেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে ৷
অন্যদিকে, বুধবার রাতেই শক্তিপুরের আহতদের দেখতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে যান অধীর চৌধুরী ৷ তবে, অধীর সেখানে পৌঁছাতে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকারের নেতৃত্বে অধীরকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টাও করে বিজেপির নেতা-কর্মীরা ৷ তখন বহরমপুরের বিদায়ী সাংসদের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী ও রাজ্য পুলিশ বিজেপি নেতা-কর্মীদের ধাক্কা মেরে সরিয়ে দেয় ৷ বিজেপি ও কংগ্রেসের কয়েকজন কংগ্রেস নেতা-কর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ তবে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷
অধীরের বক্তব্য, "আমি বেঁচে থাকতে এই মুর্শিদাবাদে অশান্তি হতে দেব না ৷ আমাকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে কী হবে ? বিজেপি নাটক করছে এখানে এসে ৷ বলছে হিন্দুদের উপর কেন আক্রমণ হল ! আমি তো আহতদের দেখতে এসেছি ৷ যাঁদের জন্য এই ঘটনা ঘটেছে, তাঁদের গিয়ে প্রশ্নটা করুক ৷"
যদিও, শাখারভ সরকারের অভিযোগ অধীর চৌধুরীর জন্য বুধবার রেজিনগর-সহ মুর্শিদাবাদের একাধিক জায়গায় রামনবমীর শোভাযাত্রায় হামলা চালানো হয়েছে ৷ বহরমপুরের বিদায়ী সাংসদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ তুলেছেন জেলা বিজেপির সভাপতি ৷
আরও পড়ুন:
- রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত 20
- বারাসতে অস্ত্র হাতে মিছিল, রামনবমীতে বাংলায় 'রাম রাজ্য' গড়ার ডাক স্বপন মজুমদারের
- রাম সবার ! শিলিগুড়িতে একই মিছিলে হেঁটে সৌজন্যের নজির তৃণমূল-বিজেপির