পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায় - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Kolkata Uttar Lok Sabha constituency: প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই একসময়ের সহকর্মী তথা উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি প্রার্থী তাপস রায় ৷ এই কেন্দ্রে জেতার ব্যাপারে কতটা আশাবাদী তিনি ?

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 8:29 AM IST

Updated : Mar 25, 2024, 6:19 PM IST

বিজেপি প্রার্থী হওয়ার পর তাপস রায়ের বক্তব্য

কলকাতা, 25 মার্চ: জল্পনা সত্যি করে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে পদ্মশিবিরের প্রার্থী হলেন সদ্য বিজেপিতে যোগদান করা তাপস রায় । প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

তৃণমূলের জনগর্জন সভার আগেই দলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক তথা বরাহনগর বিধানসভার বিধায়ক মন্ত্রী তাপস রায় । গর্জে উঠেছিলেন তাঁর সহকর্মী ও দলের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । সুদীপের বিজেপি যোগ ও সাংসদের নির্দেশেই তাঁর বাড়িতে ইডি হানার অভিযোগও করেছিলেন । তবে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশের আগেই বিধায়ক পদ থেকে ঘাসফুল সবকিছু ত্যাগ করে যোগ দেন পদ্মশিবিরে । শুভেন্দু অধিকারীর ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তাপস রায় ।

সেই থেকেই জল্পনা ছিল এবার কি তবে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম প্রতীকে লড়বেন তিনি? রবিবার রাতে সেই জল্পনাই সত্যি হল ৷ এদিন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর তাপস রায় বলেন, "কলকাতা উত্তরের দীর্ঘদিনের সাংসদ কী করেছেন, কী করেননি, মানুষ কতটা পেয়েছেন কতটা পাননি সেই নিয়ে তো যাব মানুষের কাছে বক্তব্য রাখতে। সেগুলোই ওনার সমস্ত নেতিবাচক দিক। আমি খুবই খুশি, আনন্দিত ভারতীয় জনতা পার্টির প্রতি । কেন্দ্র ও রাজ্যের নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানাই। তাঁরা কলকাতা উত্তরের মত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাকে প্রার্থী করেছেন। দল আমার প্রতি যে আস্থা ও ভরসা রেখেছে সেটা রক্ষায় কোনও ত্রুটি করছি না।"

আমজনতার প্রতি তাঁর বার্তা, "কলকাতার মানুষকে যদি একজন সাংসদকে বাছতে হয়, কর্মঠ কর্মীকে বাছতে হয় তাদের পাশে থাকার জন্য সর্বোপরি উত্তর কলকাতার কথা বাংলার কথা সংসদে তুলে ধরার জন্য তাহলে নিশ্চিত তাঁরা আমার কথা ভাববেন। কারণ এটা দেশের নির্বাচন। তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি দেশে ক্ষমতায় আসছে এই নিয়ে কোনও দ্বিধা নেই।"

আরও পড়ুন :

  1. কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপির
  2. সন্দেশখালি আন্দোলনের মুখকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করল গেরুয়া শিবির
Last Updated : Mar 25, 2024, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details