পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: প্রায় দু’মাস ধরে কোনও খোঁজ নেই উত্তর 24 পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের ৷ তাঁর গ্রেফতারির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা ৷ এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি দাবি করেছেন যে মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের কাছে রয়েছেন শাহজাহান ৷

ETV Bharat
ETV Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 1:38 PM IST

Updated : Feb 28, 2024, 2:21 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন ওই নেতা ৷ গ্রেফতার করার পর যাতে বহাল তবিয়তে রাখা হয়, সেই বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে শাহজাহানের সমঝোতাও হয়েছে ৷ প্রয়োজনে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডেও শাহজাহানকে ভরতি করার আগাম ব্যবস্থা করে রাখা হয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

শুভেন্দু অধিকারী তাঁর এই দাবি তুলে ধরেছেন সোশাল মিডিয়ার মাধ্যমে ৷ তাঁর এক্স হ্যান্ডেলে বুধবার বেলা 11টা 59 মিনিটে তিনি এই নিয়ে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে লেখেন, ‘‘...শেখ শাহজাহান গতকাল রাত 12টা থেকে মমতা পুলিশের হেফাজতে সুরক্ষিত রয়েছেন । তাঁকে বেড়মজুর-2 গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে ৷ তিনি প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতা পুলিশের সঙ্গে একটি সমঝোতা করেছেন ৷’’

তবে ওই পোস্টে শুভেন্দু উল্লেখ করেননি যে কোন প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে শেখ শাহজাহান সমঝোতা করেছেন ৷ তবে তিনি জানিয়েছেন যে এই দুই পক্ষের মধ্যে কী সমঝোতা হয়েছে ৷ বিরোধী দলনেতার দাবি, ‘‘পুলিশ ও বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁর যথাযথ যত্ন নেওয়া হবে । কারাগারে থাকাকালীন তাঁকে ফাইভ স্টার সুবিধা বাড়ানো হবে এবং একটি মোবাইল ফোনের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে তিনি ভার্চুয়ালি তৃণমূলকে নেতৃত্ব দেবেন ৷’’

এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর আরও দাবি, প্রয়োজনে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডেও ভরতি করা হতে পারে সন্দেশখালির শেখ শাহজাহানকে ৷ সেই কারণে সেখানে একটি বেডের ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে ৷

শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক দাবির ঘণ্টা দেড়েকের মধ্যে এই নিয়ে পালটা সরব হন তৃণমূল কংগ্রেসের নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ এ দিন দুপুর 1টা 24 মিনিটে শুভেন্দু অধিকারীর পোস্টটিকে রিপোস্ট করেন অর্জুন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে আপনার কাছে বিস্তারিত তথ্য আছে বলে মনে হচ্ছে । তাহলে, ইডি-সিবিআই-এর সঙ্গে কেন শেয়ার করলেন না ? তাদের পদক্ষেপ করতে কী বাধা দিচ্ছে ? অথবা, আপনি কি পরামর্শ দিচ্ছেন যে রাজ্য তদন্তকারী সংস্থাগুলি বিজেপি-নিয়ন্ত্রিত ইডি ও সিবিআইয়ের চেয়ে বেশি সক্ষম ?’’

আরও পড়ুন:

  1. রাজ্য সরকার জানে শেখ শাহজাহান কোথায় রয়েছে, সন্দেশখালি প্রসঙ্গে কটাক্ষ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
  2. শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের
  3. মন্ত্রীরা ফিরতেই শাহজাহানের গ্রেফতারির দাবিতে ফের পোস্টার সন্দেশখালিতে
Last Updated : Feb 28, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details