কলকাতা, 14 ফেব্রুয়ারি: আপাতত স্থিতিশীল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । যদিও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । হাসপাতাল সূত্রে এমনটাই খবর । এছাড়াও দলীয় সূত্রে জানানো হয়েছে যে, সল্টলেকের বেসরকারি হাসপাতালে আসার পর থেকে তিনি অনেকটাই স্থিতিশীল রয়েছেন। হাসপাতালে নিউরো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে সুকান্তকে ৷
আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সুকান্ত মজুমদার - Sukanta Majumdar
Sukanta Majumdar: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এখন কেমন রয়েছেন তিনি ?
Published : Feb 14, 2024, 10:32 PM IST
হাসপাতালে পৌঁছনোর পর তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। পেট, বুক, মাথা, ঘাড় ও স্পাইনাল কর্ডের স্ক্যান করা হয়েছে । হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই স্যালাইন দেওয়া শুরু হয় । তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাঁর নিশ্বাস নিয়ে বেশ কিছুটা অস্বস্তি হচ্ছিল । তাই অক্সিজেন দেওয়া হয়েছে । এছাড়াও ব্যথা কমানোর জন্য যন্ত্রণার ওষুধও দেওয়া হয়েছে । দলীয় সূত্রে জানা গিয়েছে যে, কলকাতায় নিয়ে আসার পরেও পুরোপুরিভাবে জ্ঞান ফেরেনি সুকান্তর ৷ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন। চিকিৎসক এসএন সিং তাঁর চিকিৎসা করছেন ।
বুধবার সন্দেশখালি যাওয়ার পথে বারবার পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টাকিতে সুকান্ত মজুমদার-সহ বাকি কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । এমনকী প্রায় হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় । একটা সময় পুলিশের জিপের বনেটের উপর দাঁড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁর । তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান । তড়িঘড়ি তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ।
আরও পড়ুন :