পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এখন কেমন রয়েছেন তিনি ?

Etv Bharat
হাসপাতালে সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 10:32 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: আপাতত স্থিতিশীল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । যদিও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । হাসপাতাল সূত্রে এমনটাই খবর । এছাড়াও দলীয় সূত্রে জানানো হয়েছে যে, সল্টলেকের বেসরকারি হাসপাতালে আসার পর থেকে তিনি অনেকটাই স্থিতিশীল রয়েছেন। হাসপাতালে নিউরো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে সুকান্তকে ৷

হাসপাতালে পৌঁছনোর পর তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। পেট, বুক, মাথা, ঘাড় ও স্পাইনাল কর্ডের স্ক্যান করা হয়েছে । হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই স্যালাইন দেওয়া শুরু হয় । তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাঁর নিশ্বাস নিয়ে বেশ কিছুটা অস্বস্তি হচ্ছিল । তাই অক্সিজেন দেওয়া হয়েছে । এছাড়াও ব্যথা কমানোর জন্য যন্ত্রণার ওষুধও দেওয়া হয়েছে । দলীয় সূত্রে জানা গিয়েছে যে, কলকাতায় নিয়ে আসার পরেও পুরোপুরিভাবে জ্ঞান ফেরেনি সুকান্তর ৷ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন। চিকিৎসক এসএন সিং তাঁর চিকিৎসা করছেন ।

বুধবার সন্দেশখালি যাওয়ার পথে বারবার পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টাকিতে সুকান্ত মজুমদার-সহ বাকি কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । এমনকী প্রায় হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় । একটা সময় পুলিশের জিপের বনেটের উপর দাঁড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁর । তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান । তড়িঘড়ি তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ।

আরও পড়ুন :

  1. আন্দোলন থেকে পালাতেই শুয়ে পড়েছেন, সুকান্তর অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ কুণালের
  2. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
  3. সন্দেশখালি নিয়ে পদক্ষেপের আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

ABOUT THE AUTHOR

...view details