পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

নেই শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ, রবিবার বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ দেখবেন থারুর - Shashi Tharoor on PM Swearing in

Tharoor on Modi Swearing-in Ceremony: রবিবার সন্ধেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে উপস্থিত থাকবেন অধিকাংশ প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ৷ যেখানে বিশেষ উল্লেখযোগ্য নাম মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৷ যা কংগ্রেসের শশী থারুরের বার্তা, আশা করা যায় ইতিবাচক কিছু হবে ৷

ETV BHARAT
শশী থারুর ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 9:30 PM IST

নয়াদিল্লি, 8 জুন: প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য শপথ নেবেন রবিবার ৷ রাষ্ট্রপতি ভবনে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ, নেপাল-সহ প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ৷ তাঁদের মধ্যে অন্যতম মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৷ বিতর্কের পরেও তাঁকে আমন্ত্রণ জানানো মোদির বিদেশনীতির অংশ ৷ আর সেই নিয়েই তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য, "আশা করছি বিশেষ ওই রাষ্ট্রপ্রধান কেবলই 'বিশেষ অতিথি' হিসেবে থেকে যাবেন না ৷ একইভাবে এর কোনও সুফল ভারত পাবে ৷"

অন্যান্য বিরোধী দলের মতো কংগ্রেসও জানিয়েছে, তাদের শীর্ষ নেতৃত্বকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে ডাকা হয়নি ৷ যা নিয়ে শশী থারুর বলেন, "আমাকে তো শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়নি ৷ তাই আমি ভারত-পাকিস্তান ম্যাচ দেখব ৷" উল্লেখ্য, আগামিকাল যে সময়ে মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ তার খানিক পরেই নিউইয়র্কে টি-20 বিশ্বকাপে গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান ৷

অধিকাংশ প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানানো মোদির এশিয়ায় নয়া বিদেশনীতির অঙ্গ হিসেবে মনে করা হচ্ছে ৷ এ নিয়ে থারুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিদেশনীতির বিষয়টি খুবই জটিল এবং সময়সাপেক্ষ ৷ এনিয়ে সংসদ কক্ষ কথা বলব ৷ তবে, পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি ৷ এটা একটা বার্তাও বটে ৷ যে বিশেষ রাষ্ট্রপ্রধানকে (মহম্মদ মুইজ্জু) আমন্ত্রণ জানানো হয়েছে, আশা করব তা ইতিবাচক হবে ৷"

অন্যদিকে, কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, এনডিএ বা বিজেপির তরফে মল্লিকার্জুন খাড়গে বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এর সমালোচনা করে তিনি বলেন, "আমাদের কাছে সরকারের তরফে কোনও আমন্ত্রণ আসেনি ৷ রাজ্যসভার দলনেতা হিসেবে খাড়গেজি কোনও আমন্ত্রণ পাননি ৷ আমরা সংবাদমাধ্যম থেকে শুনেছি বিদেশী রাষ্ট্রপ্রধানরা আসছেন ৷ প্রধান বিরোধী দল হিসেবে আমাদের সরকার কিছু জানায়নি ৷ জানি না, সরকার কী করতে চাইছে !"

ABOUT THE AUTHOR

...view details