নয়াদিল্লি, 8 জুন: প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য শপথ নেবেন রবিবার ৷ রাষ্ট্রপতি ভবনে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ, নেপাল-সহ প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ৷ তাঁদের মধ্যে অন্যতম মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৷ বিতর্কের পরেও তাঁকে আমন্ত্রণ জানানো মোদির বিদেশনীতির অংশ ৷ আর সেই নিয়েই তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য, "আশা করছি বিশেষ ওই রাষ্ট্রপ্রধান কেবলই 'বিশেষ অতিথি' হিসেবে থেকে যাবেন না ৷ একইভাবে এর কোনও সুফল ভারত পাবে ৷"
অন্যান্য বিরোধী দলের মতো কংগ্রেসও জানিয়েছে, তাদের শীর্ষ নেতৃত্বকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে ডাকা হয়নি ৷ যা নিয়ে শশী থারুর বলেন, "আমাকে তো শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়নি ৷ তাই আমি ভারত-পাকিস্তান ম্যাচ দেখব ৷" উল্লেখ্য, আগামিকাল যে সময়ে মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ তার খানিক পরেই নিউইয়র্কে টি-20 বিশ্বকাপে গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান ৷