পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

চাকরিপ্রার্থী পিছু 8 লক্ষ টাকা, আকাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সৌমিত্রর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুললেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 6:20 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সৌমিত্র খাঁর

বাঁকুড়া, 25 এপ্রিল: এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26 হাজারের চাকরি গিয়েছে ৷ সেই নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সরাসরি জড়িত থাকার অভিযোগ করলেন বিষ্ণপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ৷ বৃহস্পতিবার রাতে একটি প্রচার মঞ্চ থেকে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় চাকরির জন্য মাথাপিছু 8 লক্ষ টাকা করে চেয়েছিলেন তাঁর কাছে ৷

বিষ্ণুপুরের বিদায়ী সাংসদের বক্তব্য অনুযায়ী, "2017 সালের কথা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, কয়েকজন স্থানীয় ছেলেমেয়ের চাকরি করিয়ে দেওয়ার জন্য ৷ গিয়ে বলেছিলাম, কয়েকজনের যদি চাকরি করিয়ে দেওয়া যায় ৷ আমাকে বলেছিল, তুমি আকাশের কাছে চলে যাও ৷ কে এই আকাশ জানেন ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই ৷ আমি আকাশের কাছে গেলাম ৷ বললাম তোমার দাদা আসতে বললেন, কয়েকজনের চাকরি করিয়ে দিতে হবে ৷ আমাকে বলল, হ্যাঁ অবশ্যই ৷ আমি 10 লক্ষ টাকা করে নিই, তোমার জন্য 2 লক্ষ টাকার ছাড়, 8 লক্ষ টাকা ক্যান্ডিডেট পিছু লাগবে ৷"

সৌমিত্র দাবি করেছেন, তিনি যা বলছেন তা একেবার সত্যি ৷ এমনকি সভা মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের সামনেও একই কথা বললেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ ৷ তিনি জানিয়েছেন, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বেরিয়ে এসেছিলেন খালি হাতে ৷ কারণ, তিনি প্রত্যেকের চাকরি পিছু 8 লক্ষ টাকা করে দেবেন না তাই ৷

সৌমিত্র খাঁ প্রশ্ন তুলেছেন, কেন নিয়োগ দুর্নীতিতে অভিষেক এবং তাঁর ভাই আকাশকে গ্রেফতার করা হচ্ছে না ৷ তাঁর মতে, অভিষেকের জন্যই অনেক যোগ্য প্রার্থী আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন ৷ অভিষেক এবং তাঁর ভাই আকাশের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রসঙ্গে সৌমিত্র হুমকিও দিলেন তৃণমূলের সেকেন্ড ম্যানকে ৷ তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে আমার বিরুদ্ধে বিষ্ণুপুর আদালতে মানহানির মামলা করুন ৷" পাশাপাশি অভিষেক সম্পর্কে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে সৌমিত্রর বিরুদ্ধে ৷

যা নিয়ে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় জবাবে বলেন, "রাজনৈতিক মন্তব্য ও লড়াই ঠিক আছে ৷ কিন্তু, সৌমিত্র খাঁ যেটা করছেন, সেটা কুরুচিকর ৷ এককথায় নোংরামি ৷ দল আমাদের রাজনীতি করতে শিখিয়েছে ৷ অসভ্যতা করতে নয় ৷" তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে খবরে আসতে চাইছেন বিষ্ণুপুরের দু’বারের সাংসদ ৷ কারণ, মানুষের কাজ তিনি করেননি বলে অভিযোগ অলোক মুখোপাধ্যায়ের ৷

আরও পড়ুন:

  1. রাইপুরের সভা থেকে সৌমিত্রকে আক্রমণ মমতার, পালটা দিলেন বিজেপির বিদায়ী সাংসদ
  2. ট্রেনে চড়লেন সৌমিত্র, সুজাতা মাতলেন আদিবাসী নৃত্যে; ভোট প্রচারে সরগরম মল্লগড়

ABOUT THE AUTHOR

...view details