জয়পুর, 7 জুন: এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা বিজেপি ও এনডিএ-কে প্রত্যাখান করেছেন ৷ ভোটের ফলে সেই বিষয়টিই স্পষ্ট হয়েছে ৷ এমনটাই মনে করেন কংগ্রেস নেতা সচিন পাইলট ৷ তিনি বলেন, "মানুষ বিজেপির 'মন্দির-মসজিদ', হিন্দু-মুসলিম এবং 'মঙ্গলসূত্র' প্রচারকে গ্রহণ করেনি । কেন্দ্রীয় সরকার একটি মনোভাব গ্রহণ করেছে, বিশেষ করে বিরোধীদের বিরুদ্ধে, যেমন তাদের টার্গেট করা, নির্বাচিত মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো এবং ইডি-সিবিআই-এর মতো সংস্থার অপব্যবহার করা । এই সমস্ত কাজকে জনগণ প্রত্যাখ্যান করেছে ।’’
বদলে কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে মানুষ ৷ কংগ্রেসের ইস্তাহার ও প্রচারকে গ্রহণ করছেন বলেও রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর দাবি ৷ তাঁর মতে, সেই কারণেই কংগ্রেসের সাংসদ সংখ্যা 2019 সালের তুলনায় দ্বিগুন হয়েছে ৷ তিনি বলেন, ‘‘লখনউ, জয়পুর, হরিয়ানায় ডাবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে । কংগ্রেসের কর্মী, নেতা ও প্রার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ ।’’