পটনা, 26 জানুয়ারি: প্রতিমুহূর্তে বিহারের রাজনীতির ছবি যেমন পালটে যাচ্ছে, তেমনই নেতাদের বক্তব্যেও সুর পালটাতে শুরু করেছে । যে আরজেডি নেতারা অটুট মহাজোটের কথা এতদিন ধরে বলছিলেন, তাঁরা হঠাৎ করেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে বিভ্রান্তি দূর করার কথা বলতে শুরু করেছেন ।
যেমন রাজ্যসভায় আরজেডি সাংসদ মনোজ ঝা । তিনি চান এই জল্পনার অবসানে নীতীশ কুমার মুখ খুলুন ৷ তিনি বিহারের মুখ্যমন্ত্রীর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন ৷ শুক্রবার সন্ধ্যার মধ্য়েই তিনি নীতীশকে সবকিছু স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ৷
শুক্রবার মনোজ ঝা বলেন, ‘‘যখন এই জোট 2022 সালের 9 অগস্ট গঠিত হয়েছিল, তখন এর ভিত্তি তৈরি করেছিলেন লালু যাদব, নীতীশ কুমার ও তেজস্বী যাদব । এই ভিত্তির প্রকৃতি ছিল যে আমাদের বিজেপির ভয়, ক্ষুধা ও ঘৃণার রাজনীতি বন্ধ করতে হবে । মুখ্যমন্ত্রী (নীতীশ কুমার) অবশ্যই টেলিভিশন দেখছেন । আমি নিশ্চিত তাঁরা সন্ধ্যার মধ্যে এটি খারিজ করবেন ।"