পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দ্রুত বিভ্রান্তি দূর করার জন্য নীতীশকে বার্তা দিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা - নীতীশ কুমার

Bihar Political Crisis: বিহারের মহাজোট সরকারের মধ্যে যে ফাটল ধরেছে, তা স্পষ্টতই দেখা যাচ্ছে । জোটের নেতারাও এই নিয়ে বক্তব্য দিতে শুরু করেছেন । লালু-তেজস্বীর ঘনিষ্ঠ নেতা মনোজ ঝা নীতীশ কুমারকে শুক্রবার সন্ধ্যার মধ্যে বিভ্রান্তি দেরি করতে বলেছেন । সেই বিভ্রান্তি এত তাড়াতাড়ি দূর হবে ?

Manoj Jha
Manoj Jha

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 5:31 PM IST

Updated : Jan 26, 2024, 5:45 PM IST

পটনা, 26 জানুয়ারি: প্রতিমুহূর্তে বিহারের রাজনীতির ছবি যেমন পালটে যাচ্ছে, তেমনই নেতাদের বক্তব্যেও সুর পালটাতে শুরু করেছে । যে আরজেডি নেতারা অটুট মহাজোটের কথা এতদিন ধরে বলছিলেন, তাঁরা হঠাৎ করেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্দেশ্য করে বিভ্রান্তি দূর করার কথা বলতে শুরু করেছেন ।

যেমন রাজ্যসভায় আরজেডি সাংসদ মনোজ ঝা । তিনি চান এই জল্পনার অবসানে নীতীশ কুমার মুখ খুলুন ৷ তিনি বিহারের মুখ্যমন্ত্রীর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন ৷ শুক্রবার সন্ধ্যার মধ্য়েই তিনি নীতীশকে সবকিছু স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ৷

শুক্রবার মনোজ ঝা বলেন, ‘‘যখন এই জোট 2022 সালের 9 অগস্ট গঠিত হয়েছিল, তখন এর ভিত্তি তৈরি করেছিলেন লালু যাদব, নীতীশ কুমার ও তেজস্বী যাদব । এই ভিত্তির প্রকৃতি ছিল যে আমাদের বিজেপির ভয়, ক্ষুধা ও ঘৃণার রাজনীতি বন্ধ করতে হবে । মুখ্যমন্ত্রী (নীতীশ কুমার) অবশ্যই টেলিভিশন দেখছেন । আমি নিশ্চিত তাঁরা সন্ধ্যার মধ্যে এটি খারিজ করবেন ।"

মনোজ ঝা-এর বক্তব্য এমন সময়ে এসেছে, যখন পটনা থেকে দিল্লি পর্যন্ত রাজনীতি উত্তপ্ত । সক্রিয় হয়ে উঠেছেন স্বয়ং লালু প্রসাদ যাদব । নেতাদের সঙ্গে বৈঠক করছেন । মনোজ ঝা-কে এই নিয়ে জিজ্ঞাসা করা হয় ৷ জানতে চাওয়া হয়, আরজেডি-ও কি ‘খেলবে’ ? এই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মনোজ ঝা ৷ তিনি এমন কোনও প্রশ্ন উঠছেই না ৷

তবে একটি সূত্রের খবর, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বিধায়কদের নিয়ে মিছিল করে রাজভবনে যেতে পারেন ৷ ফলে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে ৷ কিন্তু তার আগে সর্বত্র আলোচনার ঝড় উঠেছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই নিয়ে ৷

আরও পড়ুন:

  1. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে
  2. আরজেডি-কংগ্রেসের সঙ্গে জেডিইউ-এর সম্পর্ক শেষের পথে, নীতীশ নিয়ে জল্পনা বাড়ালেন জিতিন রাম
  3. রাজভবনে নীতীশের পাশে নেই তেজস্বী, 'দরজা সবসময় খোলা'; জল্পনা বাড়ালেন সুশীল
Last Updated : Jan 26, 2024, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details