গুমলা (ঝাড়খণ্ড), 6 ফেব্রুয়ারি: কুকুরের বিস্কুট এক কর্মীকে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ বিজেপি তুলেছিল এই অভিযোগ ৷ মঙ্গলবার কেন্দ্রের শাসক দলের সেই অভিযোগের জবাব দিলেন রাহুল ৷ তাঁর দাবি, তিনি কুকুরের বিস্কুট কোনও কর্মীকে দেননি ৷ বরং কুকুর বিস্কুট না খাওয়াতে, সেটি তিনি কুকুরের মালিককে দিয়ে দেন পরে খাওয়ানোর জন্য ৷
উল্লেখ্য, রাহুল গান্ধি এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রয়েছে ঝাড়খণ্ডে ৷ সেই যাত্রার ফাঁকে তাঁকে একটি কুকুরকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করতে দেখা যায় ৷ কিন্তু কুকুরটি বিস্কুট মুখে তোলেনি ৷ তখন সেই বিস্কুট একজনকে দিতে দেখা যায় রাহুলকে ৷ সেই ভিডিয়ো পোস্ট করেই বিজেপি দাবি করেছিল যে কুকুরের বিস্কুট রাহুল এক কংগ্রেস কর্মীকে দিয়ে দিয়েছে ৷
এই নিয়ে মঙ্গলবার রাহুল গান্ধি বলেন, "কুকুরটি ঘাবড়ে গিয়েছিল এবং কাঁপছিল... আমি যখন বিস্কুট দিলাম, কুকুরটি ভয় পেয়ে গেল । তারপর, আমি বিস্কুটটি মালিককে দিয়ে বললাম, এটা তোমার হাত থেকে খাবে । তারপর, মালিক তা দিল এবং কুকুরটি খেয়ে ফেলল । তাহলে সমস্যা কী ?" এর পর তিনি এই নিয়ে বিজেপিকে নিশানা করেন ৷ কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির প্রশ্ন, "আমি বুঝতে পারছি না কুকুর নিয়ে বিজেপির এত আগ্রহ কেন ?"
কংগ্রেসের মুখপাত্র রাকেশ সিনহা জানিয়েছেন যে কুকুরকে বিস্কুট খাওয়ানোর ঘটনাটি গত 4 ফেব্রুয়ারির ৷ ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় ঘটেছিল ৷ অন্যদিকে তাঁর কুকুরকে রাহুল গান্ধি বিস্কুট খাওয়াতে গিয়েছিলেন, এতেই খুশি মালিক ৷