পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'পরে খাওয়ানোর জন্য বিস্কুট মালিককে দিয়ে দিই', কুকুর বিতর্কে বিজেপির অভিযোগের পালটা রাহুলের - Bharat Jodo Nyay Yatra

Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন কুকুরের বিস্কুট এক কংগ্রেস কর্মীকে দিয়ে দেন রাহুল গান্ধি, এমনই অভিযোগ তুলেছিল বিজেপি ৷ মঙ্গলবার সেই অভিযোগের উত্তর দিলেন রাহুল ৷ বললেন, কুকুর না খাওয়ায় পরে দেওয়ার জন্য বিস্কুট মালিককে দিয়ে দিই ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By PTI

Published : Feb 6, 2024, 8:11 PM IST

Updated : Feb 6, 2024, 8:40 PM IST

গুমলা (ঝাড়খণ্ড), 6 ফেব্রুয়ারি: কুকুরের বিস্কুট এক কর্মীকে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ বিজেপি তুলেছিল এই অভিযোগ ৷ মঙ্গলবার কেন্দ্রের শাসক দলের সেই অভিযোগের জবাব দিলেন রাহুল ৷ তাঁর দাবি, তিনি কুকুরের বিস্কুট কোনও কর্মীকে দেননি ৷ বরং কুকুর বিস্কুট না খাওয়াতে, সেটি তিনি কুকুরের মালিককে দিয়ে দেন পরে খাওয়ানোর জন্য ৷

উল্লেখ্য, রাহুল গান্ধি এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রয়েছে ঝাড়খণ্ডে ৷ সেই যাত্রার ফাঁকে তাঁকে একটি কুকুরকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করতে দেখা যায় ৷ কিন্তু কুকুরটি বিস্কুট মুখে তোলেনি ৷ তখন সেই বিস্কুট একজনকে দিতে দেখা যায় রাহুলকে ৷ সেই ভিডিয়ো পোস্ট করেই বিজেপি দাবি করেছিল যে কুকুরের বিস্কুট রাহুল এক কংগ্রেস কর্মীকে দিয়ে দিয়েছে ৷

এই নিয়ে মঙ্গলবার রাহুল গান্ধি বলেন, "কুকুরটি ঘাবড়ে গিয়েছিল এবং কাঁপছিল... আমি যখন বিস্কুট দিলাম, কুকুরটি ভয় পেয়ে গেল । তারপর, আমি বিস্কুটটি মালিককে দিয়ে বললাম, এটা তোমার হাত থেকে খাবে । তারপর, মালিক তা দিল এবং কুকুরটি খেয়ে ফেলল । তাহলে সমস্যা কী ?" এর পর তিনি এই নিয়ে বিজেপিকে নিশানা করেন ৷ কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতির প্রশ্ন, "আমি বুঝতে পারছি না কুকুর নিয়ে বিজেপির এত আগ্রহ কেন ?"

কংগ্রেসের মুখপাত্র রাকেশ সিনহা জানিয়েছেন যে কুকুরকে বিস্কুট খাওয়ানোর ঘটনাটি গত 4 ফেব্রুয়ারির ৷ ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় ঘটেছিল ৷ অন্যদিকে তাঁর কুকুরকে রাহুল গান্ধি বিস্কুট খাওয়াতে গিয়েছিলেন, এতেই খুশি মালিক ৷

অন্যদিকে রাহুলের এই ভিডিয়ো পোস্ট করে মুম্বইয়ে বিজেপির আইটি ও সোশাল মিডিয়া সেলের এক কর্মী লেখেন, ‘‘কত নির্লজ্জ । প্রথমে রাহুল গান্ধি হিমন্ত বিশ্ব শর্মাকে তাঁর পোষা কুকুর পিডির মতো একই প্লেটে বিস্কুট খেতে বাধ্য করেছিলেন । তারপর কংগ্রেসের খড়গেজি পার্টি কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করেন এবং এখন শেহজাদা (রাহুল) এক পার্টি কর্মীকে কুকুরের দ্বারা প্রত্যাখ্যাত একটি বিস্কুট দেন । এটা কি তাঁদের দলীয় কর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি শ্রদ্ধা ?’’

সেই পোস্টে উত্তর দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ তিনি লেখেন, "...শুধু রাহুল গান্ধি নন, পুরো পরিবার আমাকে সেই বিস্কুট খাওয়াতে পারেনি । আমি একজন গর্বিত অসমীয়া ও ভারতীয় । আমি খেতে অস্বীকার করে কংগ্রেস থেকে পদত্যাগ করেছি ।"

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. কপালে চন্দন-সিঁদুর, 'ন্য়ায় যাত্রা'র মাঝে দেওঘরে পুজো রাহুলের; দেখে নিন একঝলকে
  2. মালদায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', বিচারবোধের লড়াইয়ে বাংলাবাসীকে সঙ্গ দেওয়ার ডাক রাহুলের
  3. সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় প্রিয় নেতাকে অনুসরণ সত্তরোর্ধ্ব 'যুবকের'
Last Updated : Feb 6, 2024, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details