কলকাতা, 15 মার্চ: শনিবারই ভোটের দিন ঘোষণা ৷ তারআগে থেকেই রাজনীতির ময়দানে নেমে গিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা ৷ আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপক্ষ শিবিরে রয়েছেন তাঁরই রুপোলি পর্দার সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই প্রচারে হুগলি যাবেন দিদি নম্বর ওয়ান ৷ তার আগে কীভাবে শুটিং ও প্রচার সামলাবেন, কীভাবে লড়াইয়ের ময়দানে নামবেন সেই প্রস্তুতি নিয়ে অভিনেত্রী কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে ৷
তিনি বলেন, "সময় ম্যানেজ করাটাই বড় প্রশ্ন। কিন্তু সবটা সামলাতে আমি প্রস্তুত। আমার ছেলে-পরিবার ফার্স্ট প্রায়োরিটি।" তিনি আরও বলেন, "দিদি আমাকে ভরসা করে প্রার্থী করেছেন। আমিও অনেক ভেবে তারপরে এসেছি। এখন না হলে আর কখন?" এরপরেই প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, "রাজনীতির ময়দানে তিনি আমার থেকে সিনিয়র ৷ টক্কর তো হবে ৷ তবে সেটা রেসপেক্টফুল লড়াই হবে বলে আমি মনে করি ৷"
অন্যদিকে, ভোট প্রচারে তারকাদের নামা মানে অতিরিক্ত যত্ন নেওয়া ৷ কারণ একটাই, মাঠে ভোট প্রচারের পর তাঁকেই আবার যেতে শুটিং ফ্লোরে ৷ ফলে নিজের খেয়াল রাখাটাও জরুরী ৷ এক্ষেত্রে রচনা জানান, শরীরকে হাইড্রেটেড রাখতে বেশি করে জল রাখব সঙ্গে ৷ যাতে তৃষ্ণা না পায় ৷ তার সঙ্গে সানস্ক্রিম অবশ্যই সঙ্গে থাকবে ৷
সম্প্রতি ব্রিগেডের জনগর্জন সভায় হুগলির লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে রচনার নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় শো 'দিদি নম্বর ওয়ান'-এর দৌলতে তিনি আজ সারা বাংলার দিদি। 1993 সালে 'দান প্রতিদান' ছবির মাধ্যমে তাঁর বাংলা সিনেমায় ডেবিউ। আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। 'দান প্রতিদান' ছবির পরিচালক সুখেন দাস তাঁর নাম পালটে রাখেন রচনা । ওড়িয়া, বাংলা, ভোজপুরী, তেলুগু, তামিল, কন্নড় ছবিতে একের পর এক কাজ করেছেন তিনি। এবার রাজনীতির রঙ্গমঞ্চে রচনা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জনগণের পাশে দাঁড়াতে চান তিনি।