পশ্চিমবঙ্গ

west bengal

প্রধানমন্ত্রী ঠিক করবেন কে যেতে পারবেন ? শংকরদেব মন্দিরে প্রবেশে বাধা পেয়ে প্রশ্ন রাহুলের

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 1:15 PM IST

Rahul Gandhi Stages Dharna After Stopped from Sankaradeva Temple Visit: অসমের নাগাওঁতে সন্ত শ্রীমন্ত শংকরদেব মন্দিরে যেতে বাধা দেওয়া হল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ৷ প্রতিবাদে রাস্তায় ধরনায় বসলেন তিনি ৷ তাঁর অভিযোগ, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক করবেন, কে মন্দিরে যেতে পারবে ৷

ETV BHARAT
ETV BHARAT

নাগাওঁ (অসম), 22 জানুয়ারি: অসমের নাগাওঁয়ে সন্ত শ্রীমন্ত শংকরদেব মন্দিরে যাওয়া পথে বাধা দেওয়া হল রাহুল গান্ধিকে ৷ প্রতিবাদে ধরনায় বসে পড়লেন রাহুল এবং তাঁর সঙ্গে থাকা কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ সেখান থেকে তাঁর কটাক্ষ, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার থেকে সিদ্ধান্ত নেবেন, কে মন্দিরে যেতে পারবেন ৷"

উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলছে ৷ সেই সময় মণিপুর থেকে শুরু হওয়া রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' আজ অসমের নাগাওঁতে পৌঁছেছে ৷ সেখানে আজ সকালে অসমের বিখ্যাত সন্ত শ্রীমন্ত শংকরদেবের মন্দির দর্শনে রওনা দেন রাহুল ৷ কিন্তু, রাস্তাতেই রাহুল গান্ধিকে বাধা দেয় অসম পুলিশ ৷ তবে, কেন তাঁকে মন্দিরে যেতে বাধা দেওয়া হচ্ছে ? সে নিয়ে কোনও উত্তর প্রশাসনের তরফে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ ৷

এ নিয়ে মন্দিরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে রাহুলকে কথাও বলতে শোনা যায় ৷ তিনি প্রশ্ন করেন, "কী সমস্যা ভাই ? আমি কি এগিয়ে গিয়ে ব্যারিকেডগুলি দেখতে পারি ? আমি কী ভুল করলাম, যে আমাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ?" উল্লেখ্য, অসমের বটদ্রাভা থান হল সন্ত শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান ৷ সেখানেই দর্শনে গিয়েছিলেন রাহুল ৷

তাঁকে বাধা দেওয়ার বিষয়ে রাহুল বলেন, "আমরা মন্দিরে যাওয়ার চেষ্টা করেছিলাম ৷ আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু, এখন বলা হচ্ছে, আমরা দর্শন করতে পারব না ৷ তবে, আমরা জোর করে কিছু করব না ৷ আমরা আমাদের যাত্রা চালু রাখব ৷ আমরা তাদের কারণ জিজ্ঞেস করেছি ৷ আমরা কারও কোনও সমস্যা করতে আসিনি ৷ আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷"

আমন্ত্রণ জানানোর পরেও, মন্দিরে প্রবেশ করতে না দেওয়ায় প্রতিবাদে রাস্তায় বসে ধরনা শুরু করেন রাহুল গান্ধি ৷ 8টা 15 মিনিট থেকে মন্দিরের কিছু দূরে হাইবোরগাওঁ অঞ্চলে রাস্তায় ধরনায় বসেছেন রাহুল ৷ এ নিয়ে কংগ্রেসের তরফে তাদের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োতে বলা হয়েছে, রাহুল গান্ধিকে বটদ্রাভা থানে যেতে দেওয়া হয়নি ৷ কিন্তু, তিনি সেখানেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন মন্দিরে প্রবেশ করার অনুমতির জন্য ৷ কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, রবিবার রাতেই খবর পাওয়া গিয়েছিল যে, রাহুল গান্ধিকে অসমের কোনও পবিত্র স্থানে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ তবে, এর কোনও কারণ জানায়নি অসম প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি
  2. রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের
  3. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি

ABOUT THE AUTHOR

...view details