ETV Bharat / politics

টোটকা নয় সার্জারি চাই, অপরাজিতা বিল নিয়ে মমতাকে আক্রমণ সেলিমের - Salim Slams Mamata - SALIM SLAMS MAMATA

Salim Slams Mamata: মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে ‘অপরাজিতা’ বিল ৷ বুধবার সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, টোটকা নয়, সার্জারি চাই ৷

Md Salim
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 8:48 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: নারী নির্যাতন রুখতে মঙ্গলবার বিধানসভায় 'অপরাজিতা' বিল পাশ করিয়েছে রাজ্য সরকার । তা নিয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্ন তুলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি বলেন, "কেউ কি বলেছেন ফাঁসি চাই ? এত ব্যানার, হেডিং দেখেছেন, কেউ বলেছেন ফাঁসি চাই । মুখ্যমন্ত্রী এখন বিধানসভা ডেকে বললেন এবার ফাঁসি হবে । মিথ্যাচার । বিচার আইন আনার ক্ষেত্রে পদ্ধতি আছে । আমরা টোটকা নয়, সার্জারি চাই ।’’

তিনি আরও বলেন, ‘‘আইন আনার ক্ষেত্রে বিধানসভা, বিধায়করা বললেন না । একটা প্রাইভেট সংস্থাকে দিয়ে আউট সোর্সিং করা হয়েছে । আসলে যাঁরা আইনের পক্ষে তাঁদের সংসদে, বিধানসভায় যেতে হয় । তা হয়নি । যাঁরা আইন ভাঙে, তাঁরাই সংসদে, বিধানসভায় গিয়েছেন ।"

সেলিম আরও বলেন, "আমরা দেখলাম প্রথম থেকে রাজ্যের পুলিশ-প্রশাসন পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রমাণ লোপাটের চেষ্টা করা হল । বিচার প্রক্রিয়া তরান্বিত করতে হবে । প্রথম দিনে লাশ সরাবার চেষ্টা হল । দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী বললেন ফাঁসি দিয়ে দাও । তাঁর ভাইপো বললেন এনকাউন্টার করে দাও । যেটা বিচার প্রক্রিয়া নয়, এক্সট্রা জুডিশিয়াল কিলিং । রাজ্য সরকারই তাই বলল । কোনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা সম্ভব নয় ।"

সেলিমের আরও অভিযোগ, "এটা পুলিশ প্রশাসনের সমস্যা । আইনের সমস্যা নয় । বিজেপি সংশোধন এনে ন্যায় সংহিতা আনল, তখন কিছু বললেন না । এখন সেই সংহিতা সংশোধন করলেন । এটা দিয়ে তো বিচার হবে না । পুলিশি ব্যবস্থা শেষ করেছেন । ধ্বংস করা হয়েছে । এখন মানুষ স্বস্তি চাইছেন । বিচার চাইছেন ৷ তখন তিনি আইন আনলেন । দেশে সর্বনিম্ন শাস্তির হার নিম্ন এ রাজ্যে । কারণ, সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা হয় ।’’

পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক কলকাতা পুলিশের অতীতের দক্ষতার কথা তুলে ধরেছেন ৷ কেন সেই দক্ষতা চলে গেল, সেই প্রশ্ন করেছেন ৷ আনিস হত্যার প্রসঙ্গও তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷ একই সঙ্গে সিবিআই নিয়ে বিজেপিকেও নিশানা করেছেন ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: নারী নির্যাতন রুখতে মঙ্গলবার বিধানসভায় 'অপরাজিতা' বিল পাশ করিয়েছে রাজ্য সরকার । তা নিয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্ন তুলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি বলেন, "কেউ কি বলেছেন ফাঁসি চাই ? এত ব্যানার, হেডিং দেখেছেন, কেউ বলেছেন ফাঁসি চাই । মুখ্যমন্ত্রী এখন বিধানসভা ডেকে বললেন এবার ফাঁসি হবে । মিথ্যাচার । বিচার আইন আনার ক্ষেত্রে পদ্ধতি আছে । আমরা টোটকা নয়, সার্জারি চাই ।’’

তিনি আরও বলেন, ‘‘আইন আনার ক্ষেত্রে বিধানসভা, বিধায়করা বললেন না । একটা প্রাইভেট সংস্থাকে দিয়ে আউট সোর্সিং করা হয়েছে । আসলে যাঁরা আইনের পক্ষে তাঁদের সংসদে, বিধানসভায় যেতে হয় । তা হয়নি । যাঁরা আইন ভাঙে, তাঁরাই সংসদে, বিধানসভায় গিয়েছেন ।"

সেলিম আরও বলেন, "আমরা দেখলাম প্রথম থেকে রাজ্যের পুলিশ-প্রশাসন পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রমাণ লোপাটের চেষ্টা করা হল । বিচার প্রক্রিয়া তরান্বিত করতে হবে । প্রথম দিনে লাশ সরাবার চেষ্টা হল । দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী বললেন ফাঁসি দিয়ে দাও । তাঁর ভাইপো বললেন এনকাউন্টার করে দাও । যেটা বিচার প্রক্রিয়া নয়, এক্সট্রা জুডিশিয়াল কিলিং । রাজ্য সরকারই তাই বলল । কোনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা সম্ভব নয় ।"

সেলিমের আরও অভিযোগ, "এটা পুলিশ প্রশাসনের সমস্যা । আইনের সমস্যা নয় । বিজেপি সংশোধন এনে ন্যায় সংহিতা আনল, তখন কিছু বললেন না । এখন সেই সংহিতা সংশোধন করলেন । এটা দিয়ে তো বিচার হবে না । পুলিশি ব্যবস্থা শেষ করেছেন । ধ্বংস করা হয়েছে । এখন মানুষ স্বস্তি চাইছেন । বিচার চাইছেন ৷ তখন তিনি আইন আনলেন । দেশে সর্বনিম্ন শাস্তির হার নিম্ন এ রাজ্যে । কারণ, সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা হয় ।’’

পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক কলকাতা পুলিশের অতীতের দক্ষতার কথা তুলে ধরেছেন ৷ কেন সেই দক্ষতা চলে গেল, সেই প্রশ্ন করেছেন ৷ আনিস হত্যার প্রসঙ্গও তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷ একই সঙ্গে সিবিআই নিয়ে বিজেপিকেও নিশানা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.