পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

2004 সালের পুনরাবৃত্তি হবে, 175টি আসনে থামবেন 'পরম বন্ধু' প্রধানমন্ত্রী মোদি, দাবি বিহারীবাবুর - Lok Sabha Election 2024

Shatrughan Sinha on Modi: লোকসভা নির্বাচনে 200 আসনও পার করতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার প্রধানমন্ত্রী হিসেবে নতুন মুখ আসতে চলেছে বলে দাবি করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷

Shatrughan Sinha
Shatrughan Sinha

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 5:23 PM IST

Updated : Apr 20, 2024, 5:39 PM IST

আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

আসানসোল, 20 এপ্রিল: এবার লোকসভা ভোটের ফলাফলে 2004 সালের পুনরাবৃত্তি হবে ৷ এমনটাই দাবি করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়, যেভাবে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন সেভাবে এবার দেশের সর্বোচ্চ গদিতে নতুন মুখ আসতে চলেছে । শনিবার আসানসোলে একটি সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রথের চাকা আটকে যাবে 150 থেকে 175টি আসনের মধ্যে।

ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট শেষ হয়েছে । দ্বিতীয় দফার নির্বাচনের আগে জোরকদমে চলছে প্রচার । নিজের প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজিরবিহীন দাবি করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা। তৃণমূলের জেলা অফিসে বসে এদিন তিনি বলেন, "আমি জোর দিয়ে বলতে পারি আমার পরম বন্ধু নরেন্দ্র মোদি যতই প্রচার করুন এবং যতই 400টিরও বেশি আসন পাওয়ার দাবি করুন এবার 150 থেকে 175 আসন পাবে এনডিএ। এভাবেই 2004 সালে এনডিএর বিদায় হয়েছিল। মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। একইভাবে নতুন মুখ আসতে চলেছে এবার।"

কিন্তু কেন এমন কথা বললেন তিনি ? যুক্তি দিয়ে বিহারীবাবু জানান, নির্বাচনী বন্ড নিয়ে যে দুর্নীতি হয়েছে তা পৃথিবীর অন্য কোথাও আগে কখনও হয়নি। এই দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী তথা আরেক বিচক্ষণ অর্থনীতিবিদ প্রকালার প্রভাকরও মনে করেন এটাই সবচয়ে বড় দুর্নীতি। কিন্তু এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী চুপ। অথচ তিনিই আবার মোদির গ্যারান্টি দিচ্ছেন! সাধারণ মানুষ জানতে চাইছে এর আগে তিনি যে গ্যারান্টিগুলো দিয়েছিলেন সেগুলি কোথায় গেল? অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'জুমলা সরদার' বলেও অভিহিত করেন শত্রুঘ্ন সিনহা।

আরও পড়ুন:

  1. 'জনতা চিরকালের জন্য খামোশ করে দেবে', শত্রুঘ্নকে বিঁধলেন আলুওয়ালিয়া
  2. নো কোশ্চেন-নো ডিবেট, সংসদে আসানসোল নিয়ে ‘খামোশ’ ছিলেন শত্রুঘ্ন !
  3. বিহারীবাবু হয়েছেন বাঙালিবাবু, 2 বছরে করেছেন 13 কোটির প্রকল্প; একনজরে শত্রুঘ্নের কর্মকাণ্ড
Last Updated : Apr 20, 2024, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details