আজমেঢ়, 6 এপ্রিল: নির্বাচনী প্রচারসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আরও একবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেসের ‘লুটের দোকান’ তিনি বন্ধ করে দিয়েছেন ৷ তাই কংগ্রেস আতঙ্কিত ৷ সেই কারণে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে জনসভা করছে কংগ্রেস ৷ ভোটে জেতা তাদের লক্ষ্য নয় ৷
শনিবার রাজস্থানের আজমেঢ়ে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভার মঞ্চ থেকে আরও একবার তিনি কংগ্রেসকে পরিবারবাদী ও দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন ৷ কংগ্রেসের কোনও নীতি-নৈতিকতাও নেই বলে প্রধানমন্ত্রীর দাবি ৷ তিনি বলেন, "যেখানে কংগ্রেস আছে, সেখানে কোনও উন্নয়ন হতে পারে না । কংগ্রেস কখনোই গরিব, প্রান্তিক এবং যুবকদের কথা ভাবেনি... এরা জনগণের টাকা লুট করাকে তাদের পৈতৃক অধিকার বলে মনে করে । গত 10 বছরে মোদি এই রোগের জন্য স্থায়ী চিকিৎসার ব্য়বস্থা করেছেন ৷"
তিনি জানান, তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফা শুরু হওয়ার আর বেশি দেরি নেই ৷ নয়া সরকার শপথ নেওয়ার প্রথম একশো দিনের দুর্নীতির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তাই এবারের ভোট দেশের আগামী 100 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷