পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

জেতার জন্য নয় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই ভোটের প্রচারে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রীর - Narendra Modi - NARENDRA MODI

Narendra Modi: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানের আজমেঢ়ে জনসভা করেন ৷ ওই জনসভা থেকে তিনি দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেন ৷ এমনকী, কংগ্রেসের ইস্তাহার নিয়েও প্রশ্নও তোলেন ৷

NARENDRA MODI
NARENDRA MODI

By PTI

Published : Apr 6, 2024, 5:56 PM IST

Updated : Apr 6, 2024, 6:39 PM IST

আজমেঢ়, 6 এপ্রিল: নির্বাচনী প্রচারসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আরও একবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কংগ্রেসের ‘লুটের দোকান’ তিনি বন্ধ করে দিয়েছেন ৷ তাই কংগ্রেস আতঙ্কিত ৷ সেই কারণে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে জনসভা করছে কংগ্রেস ৷ ভোটে জেতা তাদের লক্ষ্য নয় ৷

শনিবার রাজস্থানের আজমেঢ়ে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভার মঞ্চ থেকে আরও একবার তিনি কংগ্রেসকে পরিবারবাদী ও দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন ৷ কংগ্রেসের কোনও নীতি-নৈতিকতাও নেই বলে প্রধানমন্ত্রীর দাবি ৷ তিনি বলেন, "যেখানে কংগ্রেস আছে, সেখানে কোনও উন্নয়ন হতে পারে না । কংগ্রেস কখনোই গরিব, প্রান্তিক এবং যুবকদের কথা ভাবেনি... এরা জনগণের টাকা লুট করাকে তাদের পৈতৃক অধিকার বলে মনে করে । গত 10 বছরে মোদি এই রোগের জন্য স্থায়ী চিকিৎসার ব্য়বস্থা করেছেন ৷"

তিনি জানান, তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফা শুরু হওয়ার আর বেশি দেরি নেই ৷ নয়া সরকার শপথ নেওয়ার প্রথম একশো দিনের দুর্নীতির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তাই এবারের ভোট দেশের আগামী 100 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷

এ দিন কংগ্রেসের ইস্তাহার নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, কংগ্রেসের ইস্তাহার ভারতকে ভেঙে টুকরো করার প্রতিশ্রুতি দিচ্ছে ৷ প্রধানমন্ত্রীর দাবি, ইস্তাহার থেকে স্পষ্ট যে মুসলিম লিগের মতোই ভাবনাচিন্তা করে কংগ্রেস ৷ অন্যদিকে প্রধানমন্ত্রী জোট সরকার নিয়ে এ দিন মন্তব্য করেছেন ৷ তাঁর দাবি, ‘‘জোটের বাধ্যবাধকতা এবং সবার ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের স্বার্থ গুরুত্ব পাইনি ৷’’

(পিটিআই)

আরও পড়ুন:

  1. মানুষ আবার বিজেপিকে বাছবে, দলের প্রতিষ্ঠাদিবসে বললেন মোদি
  2. নির্লজ্জভাবে কংগ্রেস কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছে, বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদি
  3. আলোচনায় এআই থেকে ইউপিআই ! ভারত এগিয়ে চলেছে, মোদির প্রশংসায় গেটস
Last Updated : Apr 6, 2024, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details