কলকাতা, 29 ফেব্রুয়ারি: রাজ্যে লোকসভা ভোটের বিজেপির প্রচারের সুর বেধে দিতে দু'দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরপর দু'দিন প্রধানমন্ত্রীর সভার জন্য যে দুটি জায়গা বেছে নেওয়া হয়েছে, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী সভা করবেন আরামবাগে এবং শনিবার তিনি যাবেন কৃষ্ণনগরে। 2019 সালের লোকসভা ভোটের নিরীখে রাজ্যে বিজেপির অবস্থান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উত্তরের একাধিক জেলাতেই ভালো ফল করেছিল বিজেপি ৷ সেই হিসেবে এই সফরের আলাদা গুরুত্ব রয়েছে।
দক্ষিণবঙ্গের তুলনায় 18 সাংসদের অর্ধেকেরও বেশি সাংসদ তাদের এসেছিল উত্তর এবং পশ্চিমের জেলাগুলি থেকেই ৷ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের প্রাথমিক ধারনা, চলতি লোকসভা ভোটের আগে সলতে পাকানোর কাজটা সেই এলাকাগুলি থেকেই শুরু করতে পারতেন প্রধানমন্ত্রী ৷ অন্তত সন্দেশখালি ইস্যুর মধ্যে বারাসত বা বসিরহাটের মতো এলাকাও মোদির সভার জন্য বেছে নিতে পারত পদ্ম শিবির ৷ কিন্তু সে সব পথে হাঁটলেন না নরেন্দ্র মোদি ৷ আর তার জেরেই বাড়ছে জল্পনা ৷
মার্চের প্রথম দুটি দিন 1 ও 2 তারিক পর্যায়ক্রমে হুগলির আরামবাগ আর তারপরই কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রীর ৷ আর 8 মার্চ নারী দিবসের দিন বারাসতকে মোদির সভার জন্য বেছে নিয়েছে বিজেপি ৷ কিন্তু পয়লা মার্চ কালীপুর ময়দানে দুপুরে প্রধানমন্ত্রী যে সভা করতে চলেছেন, তার পিছনে বেশ কিছু কারণ উঠে আসছে ৷ এর আগে চলতি মাসের 12 তারিখে এই কালীপুরেই সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জানা গিয়েছে, মোদির সভা আরও বড় পরিসর নিয়ে হবে। শেষ লোকসভা নির্বাচন অর্থাৎ 2019 সালে রাজ্যে বিজেপির সাংসদ সংখ্যে 18-তে দাঁড়ায় ৷ হুগলি থেকে জিতেছিলেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ অল্পের জন্য সেবার হাতছাড়া হয়েছিল আরামবাগ ৷ 2019 সালে অত্যন্ত কম মার্জিনে মাত্র 1142 ভোটে আরামবাগ থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার।
ওই বছর 42টি লোকসভা আসনের মধ্যে একমাত্র আরামবাগ লোকসভা কেন্দ্রে সবথেকে কম মার্জিনে জেতেন অপরূপা। আর এই বিষয়টিকেই কাজে লাগিয়ে ফায়দা পেতে চাইছে বিজেপি ! আমাবাগ লোকসভা কেন্দ্রে এই পাঁচ বছরে পদ্ম শিবির নিজের অনেকটাই স্ট্রং হোল্ড বাড়াতে পেরেছে বলেই মনে করছে বিজেপি। তবে কিছু জায়গায় দলীয় কোন্দলের ঘটনাও ঘটেছে। তাই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে মনোবল বাড়াতে এবং আরামবাগকে আসন্ন নির্বাচনে জিতিয়ে নিয়ে আসাটা তেমন কষ্ট সাধ্য নাও হতে পারে বলে মনে করছে দল। তাই বিজেপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড নরেন্দ্র মোদিকে দিয়েই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চাইছে দল।
প্রসঙ্গত, আরামবাগ লোকসভার অন্তর্গত সাতটি বিধাসভার মধ্যে ছয়টি হুগলি এবং একটি বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর। অন্যদিকে, আরামবাগে একটি পঞ্চায়েত সমিতি (খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি ) বিজেপির দখলে। আর মোট 9টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। হুগলি জেলা পরিষদে বিরোধী হিসাবে দু'জন সদস্য বিজেপির রয়েছেন। তার মধ্যে এখন খানাকুলের বিধায়ক। 2014 সাল থেকে 2019 আবারও ওই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তবে শেষ লোকসভা নির্বাচনে অল্পের জন্য অপরূপা পোদ্দারের জয় পদ্ম শিবিরের মনবল অবশ্যই অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাই সেই বিশ্বাসের উপরে ভর করে ওই কেন্দ্রের আরও অক্সিজেন সঞ্চার করতেই মোদি ম্যাজিক করতে চাইছে দল।