কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ বৃহস্পতিবার ফোন করে বিজেপি সাংসদের খবর নেন স্পিকার ৷ টাকি থেকে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জেরে বুধবার অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি ৷ সন্ধ্যায় কলকাতায় নিয়ে এসে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ আপাতত সুকান্তর শারীরিক অবস্থা স্থিতিশীল । কথা বললেও তাঁর শরীরে আচ্ছন্ন ভাব রয়েছে । বৃহস্পতিবার সকালে পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি ।
বুধবার সন্দেশখালি যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের । তাই যাওয়ার আগের দিন টাকির এক হোটেলে রাতে ছিলেন তিনি। তবে সন্দেশখালি যাওয়ার পথে তাঁকে আটকে দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তখন পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার। সেই সময়ই আচমকা এই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি । সেখান থেকে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে । ওখান থেকে সোজা তাকে নিয়ে আসা হয় কলকাতার বাইপাস ধারের এক বেসরকারি হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ।