পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ডিগবাজির পরই নীতীশকে ফোন মোদির, এনডিএতে ফেরায় অভিনন্দন - নীতীশ কুমার

PM Modi Congratulates Nitish Kumar: নীতীশ কুমারকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফের এনডিএতে ফিরে আসায় এ দিন নীতীশকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 2:22 PM IST

পটনা, 28 জানুয়ারি: বিহারে নীতীশ কুমারের ডিগবাজির পরই তাঁর কাছে সটান ফোন চলে এসেছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নিজেই এ কথা জানিয়েছেন জেডিইউ সভাপতি ৷ তিনি জানান যে, এনডিএ-তে ফিরে আসার সিদ্ধান্তের জন্য তাঁকে রবিবার সকালে নিজে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

রাজনীতির আঙিনায় দোস্তি আর কুস্তি নাকি গলায় গলা মিলিয়ে চলে ৷ বিশেষজ্ঞদের এই মতবাদ আবারও সত্যি প্রমাণিত হল বিহারে আচমকা রাজনৈতিক পালাবদলে ৷ এতদিন বিজেপি হঠাওয়ের স্লোগান তুলে বিরোধীদের ইন্ডিয়া জোট গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে নীতীশ কুমারকে ৷ বিহারে বিজেপির সঙ্গ ছাড়ার পর থেকেই বারবার মোদিকে নিশানা করেছেন তিনি ৷ সেই নীতীশই যাবতীয় শত্রুতা ভুলে 180 ডিগ্রি ঘুরে আবারও কাছে টেনে নিয়েছেন গেরুয়া শিবিরকে ৷ এ বার তিনি এনডিএ-র সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৷

সূত্রের খবর, রবিবার সকালে মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার পরই আচমকা নীতীশের ফোনে ভেসে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নম্বর ৷ নিজে ফোন করে নীতীশকে অভিনন্দন জানিয়েছেন নমো ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, এনডিএ জোটে ফিরে আসার জন্য নীতীশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

তিনি কি সুবিধাবাদী ? সাংবাদিকদের এই প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দেননি নীতীশ । তিনি রাজভবন থেকে বেরিয়ে বলেন যে, তিনি পদত্যাগ করেছেন এবং নতুন জোট সদস্যদের নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন । তিনি বর্তমান রাজ্য সরকার ভেঙে দিয়েছেন বলেও জানান জেডিইউ সভাপতি ৷ আজ সকালে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করে বলেন যে, আরজেডির সঙ্গে কাজ করা খুব কঠিন হয়ে উঠছে বলেই তিনি জোট ভাঙছেন ।

নীতীশের কথায়, "আরজেডি-র সঙ্গে কাজ মসৃণভাবে চলছিল না । আমরা প্রতিটি দলের নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি এবং তাঁরাও একই কথা বলেছেন এবং তাই আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি ৷" ইন্ডিয়া জোট নিয়েও অসন্তোষ প্রকাশ করে নীতীশ বলেছেন, "আমরা একটি জোট (ইন্ডিয়া ব্লক) গঠন করেছি, তবে সেটাও কাজ করছে না ৷ সম্প্রতি জোটের সঙ্গে কাজ করা সহজ হচ্ছিল না । তারা অনেক বিবৃতি দিচ্ছিল । আমি চুপচাপ তাকিয়ে ছিলাম । তারা অনেক কিছু বলেছে, কিন্তু আমি বিহারের সাধারণ মানুষের জন্য কাজ করছিলাম ৷"

আরও পড়ুন:

  1. মহাগঠবন্ধন ও ইন্ডিয়া জোটকে দোষারোপ নীতীশের, 'আয়ারাম-গয়ারাম' বলছে কংগ্রেস
  2. মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, এনডিএকে পাশে নিয়ে আজই বিকেল 4টেয় ফের শপথ
  3. রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ?

ABOUT THE AUTHOR

...view details