পটনা, 12 ফেব্রুয়ারি:আস্থা ভোট জিতলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর নেতৃত্বে এনডিএ জোট সরকার সোমবার রাজ্য বিধানসভায় আস্থা ভোট জিতল ৷ 129 জন বিধায়ক সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৷ অন্যদিকে, ভোটাভুটিতে অংশ না নিয়ে বিরোধির ওয়াকআউট করেন ৷ সবমিলিয়ে 129 জন বিধায়ক প্রস্তাবের পক্ষে ভোট দেন ৷
নীতীশ কুমার জেডিইউ-এর ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারির ভোটও গণনা করার পরামর্শ দিয়েছেন। সাধারণত, লোকসভা বা বিধানসভার সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা ভোটে অংশ নেন না ৷ যদি টাই হয় তবেই তাঁরা ভোটদানে অংশ নিয়ে থাকেন ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী বিজয় কুমার চৌধুরীর অনুরোধের প্রেক্ষিতে, জেডিইউ সভাপতি নীতীশ কুমারের সমর্থনে প্রস্তাবটিকে ধ্বনি ভোটের মাধ্যমে পাস হিসেবে ঘোষণা করার পরে মহেশ্বর হাজারি হেডকাউন্টের নির্দেশ দেন।
বিজেপি বিধায়করা প্রায় 17 মাসের ব্যবধানের পরে পার্টির ক্ষমতায় ফিরে আসায় উচ্ছ্বসিত ৷ 'জয় শ্রীরাম' স্লোগানে কার্যত ফেটে পড়ে বিধানসভা ৷ আরজেডি-র তেজস্বী যাদবের দিকে ইঙ্গিত করে এদিন নীতীশ কুমার অভিযোগের সুরে বলেন, "তাঁর পিতা (লালু প্রসাদ) শাসন করার সময় বিহারের আকার কেমন ছিল তা সবাই জানে। কোনও রাস্তা ছিল না, মানুষ সূর্যাস্তের পরে অন্ধকারে বের হতে ভয় পেত। 2005 সালে ক্ষমতায় আসার পরে আমরা এই পরিস্থিতি ঠিক করেছিলাম।"
এদিন নীতীশ বলেন, "আমি কংগ্রেসকে সতর্ক করে দিয়েছিলাম যে ইন্ডিয়া জোটে সবকিছু ঠিকঠাক চলছে না। কিছু লোক আমাকে কেন্দ্র-মঞ্চ দখলে নিয়ে সমস্যায় পড়েছিল। এমনকী তাঁর (তেজস্বী যাদব) বাবাও আমার বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন বলে মনে হচ্ছে ৷ আপনার দল (আরজেডি) যখনই ক্ষমতায় এসেছে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে। আমার দলের হাতে যখন শিক্ষা বিভাগ ছিল তখন সব ভালো কাজ হয়েছে। একটি সংক্ষিপ্ত সময়ের জন্য, এটি কংগ্রেসের সাথে ছিল কিন্তু আপনার লোকেরা তখনও সমস্যা তৈরি করেছিলেন ৷"