কলকাতা, 28 মার্চ: প্রধানমন্ত্রীর তিন হাজার কোটি টাকা মানুষকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস বিরাট বড় ভাঁওতা। বুধবার এভাবেই প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে তাঁকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাশাপাশি প্রধানমন্ত্রীর হাজার কোটি টাকা ফেরানোর ঘোষণায় নির্বাচনী বিধি ভাঙছেন বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দু শেখর রায়। বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার কোনও নৈতিক অধিকার প্রধানমন্ত্রীর নেই।
তৃণমূল নেতা বলেন, "নির্বাচন কমিশনার রাজ্যে এসে জানিয়েছেন, যদি কোনও রাজনৈতিক দল বা দলের হয়ে কেউ মডেল 'কোড অফ কন্ডাক্ট' ভাঙেন, সেক্ষেত্রে সেই দলের প্রতীক চিহ্ন পর্যন্ত বাতিল হতে পারে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তা নির্বাচনী বিধিভঙ্গের সামিল।" একই সঙ্গে, সুখেন্দুশেখর জানান, এই টাকা বাতিল করেছে ইডি। মানি লন্ডারিং আইনে বাজেয়াপ্ত হওয়া অর্থ যাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সেই মামলাগুলি নির্দিষ্ট আদালতে এখনও বিচারাধীন রয়েছে। তাঁর কথায়, "বিচারাধীন মামলায় বাজেয়াপ্ত হওয়া কোনও টাকা কেউ যদি বলেন আমি এইভাবে বিলি করে দেব, আমি ওইভাবে বিলি করে দেব, সেটা হয় না। এক্ষেত্রে 15 লক্ষ টাকা যেভাবে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বিলি করা হয়েছে, সেভাবেই এই টাকাও বিলি করা হবে!"
অন্যদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর টাকা ফেরত দেওয়াকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "ইডি'র বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি টাকা নির্বাচনের পরে মানুষকে ফিরিয়ে দেওয়া হবে এই ঘোষণা বিরাট বড় ভাঁওতা। এটা বিরাট বড় নাটক।" তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার নয়, পরের সরকার এসে চেষ্টা করবে। এতদিন তো প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা ছিল, এতদিন কেন সে চেষ্টা তিনি করলেন না ? ইডি তো দফায় দফায় বহু জায়গা থেকে বহু টাকা উদ্ধার করেছে। এতদিন কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি ? ভোটের মুখে কেন এসব কথা বলতে হচ্ছে ৷ কারণ তাঁকে এই প্রতিশ্রুতি পূরণ করতে হচ্ছে না।"