দক্ষিণ ২৪ পরগনা, 13 ফেব্রুয়ারি: অভিনেতা-সাংসদ দেবের পথেই হাঁটলেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী। সোমবার রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার সংসদের দু'টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তাফা দিলেন সাংসদ-অভিনেত্রী মিমি। তিনিও কি দল ছাড়ার পরিকল্পনা করছেন, জল্পনা বিভিন্ন মহলে ৷
দলীয় সূত্রে জানা গিয়েছে, ইস্তফাপত্রের প্রতিলিপি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও পাঠিয়েছেন তিনি। যদিও ইস্তফা নিয়ে প্রকাশ্যে সংবাদমাধ্যমে মুখ খোলেননি সাংসদ মিমি। একইভাবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। কিন্তু নির্বাচনের আগে মিমির সাংসদ পথ ছাড়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। সোমবার মিমি চক্রবর্তী ভাঙড়ের 2 নম্বর ব্লকের নলমুড়ি ব্লক হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন ৷
পরপর দু'দিন মিমির এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেতে শুরু করেছে ৷ তাহলে কি রাজনীতি ও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দূরত্ব বাড়াচ্ছেন মিমি চক্রবর্তী? সাম্প্রতিক অতীতে একইভাবে একাধিক কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর অভিনেতা সাংসদ দেবের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ৷ এসব জল্পনার মাঝেই অভিনেতা দেবের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠকের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই দুই সাক্ষাতের পরেই দেব যে রাজনীতি ছাড়ছেন না, তা স্পষ্ট হয়ে যায় ৷ দেব জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলবেন সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। দেবকে নিয়ে জল্পনা থামতে না-থামতেই তৃণমূলের আরও এক অভিনেতা- সাংসদকে নিয়ে নতুন করে শুরু হল জল্পনা। এখন দেখার এই জল্পনা নিরসন করতে এগিয়ে আসে কি না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷