পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'নিশীথের বাড়ি চলে যান, দু'মাস পরে কী করবেন ?' রাজ্যের পুলিশ-প্রশাসনকেই হুঁশিয়ারি মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee Slams State Administration: দিনহাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসে বিজেপিকে আক্রমণের পাশাপাশি রাজ্য প্রশাসনকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করতে গিয়েই জেলা প্রশাসনের বিরুদ্ধেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 2:50 PM IST

দিনহাটা, 12 এপ্রিল: নিজেরই প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য প্রশাসনের কিছু লোক আধিকারিককে সরাসরি কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ দিনহাটার জনসভা থেকে রাজ্য প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "নির্বাচন কমিশন সরিয়ে দেবে ? তাহলে এখনই দিল্লি চলে যান।" এরপরই কার্যত ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, "দু'মাস পরে কী করবেন ?"

শুক্রবার দিনহাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসে বিজেপিকে আক্রমণের পাশাপাশি রাজ্য প্রশাসনকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করতে গিয়েই জেলা প্রশাসনের বিরুদ্ধেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷ কোচবিহারে পুলিশ প্রশাসনের একাংশ নিস্ক্রিয়দের বিরুদ্ধে হুঁশিয়ারী দিয়ে মমতা এদিন বলেন, "আগেই দিল্লি চলে যান, না হলে নিশীথের বাড়ি চলে যান। তাহলে আপনাদের আইনশৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারের আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হলে আমি কিন্তু ছেড়ে কথা বলব না।" রাজনৈতিক মহলের ব্যাখ্যা, নিজের দফতরের পুলিশ কর্মীদের দুই ভাগে ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা আরও বলেন, "আমি দু:খিত যে প্রশাসন চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে ? চাকরি যাবে ? সব পুলিশ খারাপ নয়। তিন-চারজন আছে। যে তিন-চারটে নাম আমার কাছেও আছে। প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। সেই জন্যই গুন্ডাদের এত বাড়বাড়ন্ত ৷" এরপরই নিশীথ প্রামাণিকের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়াক, যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়াক, মানুষ সব বিচার করবে ৷ নেতা সহজ-সরল থাকে। আর একটা নেতা পুলিশের 10টা গাড়ি, 20 জন গুণ্ডা নিয়ে ঘুরে বেড়ায় । মানুষকে ভয় দেখায় । সেই নেতা কেমন হয় ।"

আরও পড়ুন

  1. 'আমাদের এখানে লুকিয়ে ছিল, দু'ঘণ্টার মধ্যে পুলিশ ধরেছে', এনআইএ'কে নিশানা মমতার
  2. মমতার অধীনে পশ্চিমবঙ্গ এখন আন্তর্জাতিক জঙ্গিদের মুক্তাঞ্চল, তোপ শুভেন্দু-মালব্যর

ABOUT THE AUTHOR

...view details