দিনহাটা, 12 এপ্রিল: নিজেরই প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য প্রশাসনের কিছু লোক আধিকারিককে সরাসরি কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ দিনহাটার জনসভা থেকে রাজ্য প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "নির্বাচন কমিশন সরিয়ে দেবে ? তাহলে এখনই দিল্লি চলে যান।" এরপরই কার্যত ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, "দু'মাস পরে কী করবেন ?"
শুক্রবার দিনহাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসে বিজেপিকে আক্রমণের পাশাপাশি রাজ্য প্রশাসনকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করতে গিয়েই জেলা প্রশাসনের বিরুদ্ধেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷ কোচবিহারে পুলিশ প্রশাসনের একাংশ নিস্ক্রিয়দের বিরুদ্ধে হুঁশিয়ারী দিয়ে মমতা এদিন বলেন, "আগেই দিল্লি চলে যান, না হলে নিশীথের বাড়ি চলে যান। তাহলে আপনাদের আইনশৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারের আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হলে আমি কিন্তু ছেড়ে কথা বলব না।" রাজনৈতিক মহলের ব্যাখ্যা, নিজের দফতরের পুলিশ কর্মীদের দুই ভাগে ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।