পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Calls Mithun Gaddar: রায়গঞ্জের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছেন মিঠুন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 1:51 PM IST

Updated : Apr 18, 2024, 2:27 PM IST

ইসলামপুর, 18 এপ্রিল: মিঠুন চক্রবর্তী বড় গদ্দার ৷ রায়গঞ্জের প্রচারসভা থেকে বিজেপির তারকা প্রচারককে এমনই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিঠুন নিজের ছেলেকে বাঁচানোর জন্যই আরএসএস-এর কাছে মাথা নিচু করেছে বলে তোপ দাগেন মমতা ৷

'মহাগুরু' মিঠুন চক্রবর্তী নিজে ভোটে না-দাঁড়ালেও, বিধানসভা ভোটের মতোই এ বারের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির তারকা প্রচারক ৷ উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার ইসলামপুরের প্রচারসভা থেকে এ প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোট করানোর জন্য ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ৷"

এরপরই বিজেপির স্টার ক্যাম্পেইনারের নাম করে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই মিঠুনকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম ৷ জানতাম না ও এত বড় গদ্দার ৷ ও নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস অফিসে মাথা নিচু করে দিয়েছে ৷"

এ প্রসঙ্গে অতীত মনে করিয়ে দিয়ে মমতা বলেন, "আপনাদের মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল ৷ বিয়ের পিঁড়িতে গিয়ে হানা দিয়েছিল । সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার সোজা চলে গেল আরএসএস অফিসে । ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি ।" মমতার কথায়, "যারা দোআঁশলা, যারা ভয় পায়, যারা জীবনযুদ্ধ লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না ৷"

উল্লেখ্য, 2020 সালে মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী যোগিতা বালির ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)র বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় ধর্ষণের অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল ৷ অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছিলেন যে, 2015 সাল থেকে মিমোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল । বিয়ের কথাবার্তাও হয়ে গিয়েছিল । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিমো ৷ এরপর অভিযোগকারিণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, মিমো জোর করে তাঁর গর্ভপাত করিয়ে দেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. ধর্ষণে অভিযুক্ত মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো
  2. 'বিজেপিকে ভোট দিলে মিলবে সুন্দর বাংলা', কোচবিহারে বললেন মিঠুন
  3. 'ভারতে এখন একজন রহমত আলির খুব দরকার', ভোটের সভায় 'কাবুলিওয়ালা' মিঠুন
Last Updated : Apr 18, 2024, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details