ডাবগ্রাম, 13 এপ্রিল: "আগে দুশো তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন", বিজেপিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । শনিবার জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার জাবরাভিটায় দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী । আর সেই সভামঞ্চ থেকেই বিজেপিকে উদ্দেশ্য করে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়তে দেখা গেল তাঁকে ।
এ দিন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি বলেন, "গত বিধানসভায় বলেছিল এবার দু’শো পার । কিন্তু তারপরে 77-এ আটকে গিয়েছিল । পরে আরও দশজন তৃণমূল কংগ্রেসে চলে আসে । এখন বলছে 543 লোকসভা আসনের মধ্যে 400 পার করবে । আমি বলি আগে দুশোটা তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন । সাঁতার কাটার জন্য গ্রামের অনেক পুকুর ডোবা আছে । না পেলে ব্যবস্থা করে দেবো। শুধু বড় বড় কথা ।"
এরপর তিনি বলেন, "আমরা 69টি বন্ধ চা-বাগান খুলেছি । চা-বাগানের পাট্টা দিচ্ছি । বাড়ি বানানোর জন্য টাকা দিচ্ছি । কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন ছ’টা বাগান কেন্দ্র অধিগ্রহণ করবে । কই আজ পর্যন্ত করেনি । মোদিবাবুরা দুর্যোগে কথা বলে না ৷"