পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

200 পার করে দেখান, তারপর সাঁতার কাটবেন, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার জাবরাভিটায় তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান তিনি ৷ কটাক্ষ করেন, 200 পার করে দেখান, তারপর সাঁতার কাটবেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 5:11 PM IST

Updated : Apr 13, 2024, 5:52 PM IST

200 পার করে দেখান, তারপর সাঁতার কাটবেন, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

ডাবগ্রাম, 13 এপ্রিল: "আগে দুশো তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন", বিজেপিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । শনিবার জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার জাবরাভিটায় দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী । আর সেই সভামঞ্চ থেকেই বিজেপিকে উদ্দেশ্য করে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়তে দেখা গেল তাঁকে ।

এ দিন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি বলেন, "গত বিধানসভায় বলেছিল এবার দু’শো পার । কিন্তু তারপরে 77-এ আটকে গিয়েছিল । পরে আরও দশজন তৃণমূল কংগ্রেসে চলে আসে । এখন বলছে 543 লোকসভা আসনের মধ্যে 400 পার করবে । আমি বলি আগে দুশোটা তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন । সাঁতার কাটার জন্য গ্রামের অনেক পুকুর ডোবা আছে । না পেলে ব্যবস্থা করে দেবো। শুধু বড় বড় কথা ।"

এরপর তিনি বলেন, "আমরা 69টি বন্ধ চা-বাগান খুলেছি । চা-বাগানের পাট্টা দিচ্ছি । বাড়ি বানানোর জন্য টাকা দিচ্ছি । কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন ছ’টা বাগান কেন্দ্র অধিগ্রহণ করবে । কই আজ পর্যন্ত করেনি । মোদিবাবুরা দুর্যোগে কথা বলে না ৷"

এরপরই চালসায় তাঁকে দেখে বিজেপির চোর স্লোগান দেওয়ার বিষয় টেনেও আক্রমণ শানান মমতা । তিনি বলেন, "কত বড় সাহস দেখুন, আমাকে দেখে চোর স্লোগান দেয় । আমি বলি ওরে পকেটমার সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় পকেটমার, সবথেকে বড় ডাকাত, মাফিয়ারাজ যদি কেউ চালায় সেটা বিজেপি চালায় । বাংলা স্বছতার সঙ্গে কাজ করে, এটা আমার চ্যালেঞ্জ ।’’

এরপরই দুর্নীতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় দুর্নীতি হচ্ছে শুনে তিনশোটি কেন্দ্রীয় টিম পাঠিয়েছিল, 76টি আবাসের টিম পাঠিয়েছিল, একশো দিনের কাজের জন্য 49টি টিম পাঠিয়েছিল । কিন্তু কিছু পায়নি । তবু টাকা আটকেছে । আমরা আপনার টাকা চাই না । আপনারাও আমাদের টাকা নেবেন না । বাংলা ভিক্ষা চায় না । বাংলাই এবার পথ দেখাবে মনে রাখবেন ।"

আরও পড়ুন:

  1. দেশের অশান্ত পরিবেশ নিয়ে মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার
  2. 'কী দোষ করেছিল তৃণমূল ?', ঊনিশের হার নিয়ে জলপাইগুড়িতে আক্ষেপ মমতার
  3. 'মুখোমুখি বসো', সিএএ-এনআরসি ইস্যুতে মোদি-শাহকে চ্যালেঞ্জ মমতার
Last Updated : Apr 13, 2024, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details