হুগলি, 11 মে: একজন মহিলা হিসেবে রাজ্যপালের পাশে বসে কথা বলতেও, তাঁর রুচিতে বাধবে ৷ আজ হুগলির নির্বাচনী সভা থেকে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজভবনে অস্থায়ী মহিলা কর্মীকে যৌথ হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে একথা বলতে শোনা গেল তৃণমূল সুপ্রিমোকে ৷ মমতা কথায়, "প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলব ৷" পাশাপাশি, রাজ্যপালের বিরুদ্ধে সিসিটিভ ফুটেজ এডিট করার অভিযোগও তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ মমতার দাবি, তাঁর কাছে আরও 2-3টি পেনড্রাইভ আছে ৷ সেখানে আরও অনেক ঘটনা রয়েছে ৷
হুগলির আদিসপ্তগ্রামের নির্বাচনী সভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ এডিট করার অভিযোগ তুলেছেন মমতা ৷ তাঁর দাবি, রাজভবন 'এডিটেড' ফুটেজ প্রকাশ করেছে ৷ মমতা বলেন, "রাজ্যপাল বলছেন দিদিগিরি চলবে না ৷ সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন । রাজ্যপাল এডিট করে রাজভবনের ফুটেজ দেখিয়েছেন ৷ আমার কাছে 2-3টে পেন-ড্রাইভ আছে ৷ সেখানে আরও অনেক কু-কীর্তি আছে ৷ রাজ্যপালের ইস্তফা দেওয়া উচিত ৷"
এরপরেই একজন মহিলা হিসেবে রাজ্যপালের সঙ্গে পাশাপাশি বসে কথা বলতে, তাঁর রুচিতে বাঁধবে বলে জানান মমতা ৷ তিনি বলেন, "আমি আর রাজভবনে যাচ্ছি না ৷ আমাকে রাজ্যপাল ডাকলেও যাব না ৷ দরকার হলে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলব ৷ যা সব কৃতিকলপা শুনছি ! তাতে ওঁর পাশে বসতে আমার রুচিতে বাধবে ৷"
তবে, মমতার এই মন্তব্যের পিছনে কি অন্য কোনও ইঙ্গিত ছিল ? 'রাজভবনে না যাওয়া', 'রাস্তায় দাঁড়িয়ে কথা বলা', 'পাশে বসতে রুচিতে বাঁধা', এই ধরনের মন্তব্য রাজ্যের সাংবিধানিক প্রধানের প্রতি প্রশাসনিক প্রধানের অনাস্থাকেই প্রকট করে বলে গুঞ্জন রাজনৈতিকমহলে ৷ উল্লেখ্য, সন্দেশখালি-সহ রাজ্যে বিভিন্ন সময়ে নারী নির্যাতনের অভিযোগে রাজ্য সরকার ও শাসকদলের সমালোচনায় সরব হয়েছেন সিভি আনন্দ বোস ৷ রাজভবন থেকে বিশেষ সেল খুলে অভিযোগ শুনেছিলেন ৷ এদিন রাজ্যপালের সেই সব কার্যকলাপকেও কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা কটাক্ষ, "চোরের মায়ের বড় গলা !"
আরও পড়ুন:
- রাজভবনের কনফারেন্স রুমে 15 মিনিট কথা রাজ্যপাল-অভিযোগকারিণীর, দাবি পুলিশের
- লোভ সামলাতে পারছেন না রাজ্যপাল, ফের বেফাঁস অখিল গিরি
- রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন রাজভবনের মহিলা কর্মী