কল্যাণী, 14 মে: শর্ত সাপেক্ষে সিএএ-কে সমর্থন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার সিএএ নিয়ে সুরবদল করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রকারন্তরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন শর্ত সাপেক্ষে সিএএ তিনিও সমর্থন করতে রাজি আছেন ৷ পাশাপাশি বাংলার কংগ্রেস খারাপ হলেও মমতার কথায়, দিল্লির কংগ্রেস ভালো ৷ অর্থাৎ ইন্ডিয়া জোট কেন্দ্রের সরকারে এলে তিনি সমর্থন করতে প্রস্তুত ৷ তার আগাম রাস্তা খুলে রাখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে কল্যাণীতে নির্বাচনী প্রচারে আসেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই সভা থেকে সন্দেশখালি ইস্যুর পাশাপাশি সিএএ নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সাফ বক্তব্য, সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো থেকে স্পষ্ট হয়ে গিয়েছে আদতে সন্দেশখালিতে কী হয়েছিল ৷ আর সেই প্রসঙ্গ তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন মমতা ৷ তাঁর কথায়, "সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ ৷ সন্দেশখালিতে খোঁজ নিন, সবকটা সিপিএম করত ৷ শুধু মণ্ডল সভাপতির শাস্তি পেলে হবে ? যারা এর মদত দিয়েছিল, যারা এর পিছনে ছিল, যারা বোমা বন্দুক সাপ্লাই দিয়েছিল তাদের কী হবে ? ভিডিয়ো ফাঁসের পর এখন সংবাদ মাধ্যমগুলোকে দেখাতে নিষেধ করা হচ্ছে ৷ গ্যারান্টিবাবুর মিথ্য়া ফাঁস হয়ে গিয়েছে ৷"
অন্যদিকে, মতুয়া ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে সিএএ লাগু করা হয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্য়মন্ত্রী ৷ সেই সঙ্গে, প্রয়োজনে তিনিও সিএএ মানতে রাজি আছেন বলেও জানান মমতা ৷ তাঁর কথায়, "নির্বাচন আসলেই সিএএ-এর কথা মনে পরে ৷ কারণ মতুয়া ভোট পেতে হবে ৷ নিঃশর্ত সিএএ অধিকার দিলে দাও, না হলে বিদায় নাও ৷ কিন্তু এনআরসি করতে দেব না ৷" প্রধানমন্ত্রীকে আক্রমণের পাশাপাশি ইন্ডিয়া জোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "গ্যারান্টির 420, ছুঁলেই 440 ভোল্ট ৷ মোদি যাক, দেশ থাক ৷ এবার হাওয়া বদল হচ্ছে ৷ বিজেপি 195-এর গন্ডি পার করবে না ৷ ইন্ডিয়া জোট 295 থেকে 300 আসন পাবে ৷ আমরা দিল্লিতে কংগ্রেসের সঙ্গেই আছি ৷"