কলকাতা, 28 মার্চ: 'উদ্দীপনী'র তরফে আয়োজিত বৃহস্পতিবার ইফতার মজলিসে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা দিন উপবাস থাকা রোজাদার মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে উপস্থিত থেকে এদিন তাঁদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী । এবার আদর্শ-আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় কলকাতা পৌরনিগম এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান আয়োজন করতে পারেনি । তবে উদ্দীপনী এবারও ইফতার মজলিসের আয়োজন করে ।
বৃহস্পতিবার বিকেল 5টা'র কিছু পরে পার্ক সার্কাস ময়দানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর ওই এলাকার মানুষের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন তিনি । মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, মন্ত্রী শশী পাঁজা, বাবুল সুপ্রিয় প্রমুখ । ছিলেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসমীও ।
গোটা দিন উপবাসের পর রোজা ভাঙার সময়ে সংখ্যালঘু ভাইবোনেদেরা সঙ্গে এদিন ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন পার্ক সার্কাস ময়দানের অনুষ্ঠান থেকে তিনি রাজনৈতিক বিষয়ে কোনও কথা বলেলনি ৷