কলকাতা, 24 জানুয়ারি: অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধানতার কারণে হেলিকপ্টার ছেড়ে ফিরছিলেন গাড়িতে ৷ আর তাতেও সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । বর্ধমানের গোদার মাঠে সভা সেরে কলকাতা ফেরার পথে সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় আচমকাই এই ঘটনা ঘটে । বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তা আচমকাই ব্রেক কষে । তাতে ঝাঁকুনিতে মমতা মাথায় সামান্য চোট পান । তবে এরপরও ওই গাড়িতেই কলকাতায় ফিরছেন তিনি । গোদার মাঠ থেকে জিটি রোডে ওঠার মুখে একটি উঁচু মত জায়গা আছে সেখানেই ঘটনাটি ঘটেছে ।
আবহাওয়া খারাপ হওয়ার পর উত্তরবঙ্গে গিয়ে ঝুঁকি নিয়ে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তার ফল এখনো ভুগতে হচ্ছে তাঁকে। আর সে কারণেই এবার খারাপ আবহাওয়ার জন্য আর ঝুঁকি নিলেন না মমতা । পূর্ব বর্ধমান থেকে ফেরার পথে আবহাওয়া খারাপ হওয়ায় সরাসরি কলকাতায় রওনা হলেন মুখ্যমন্ত্রী । এক্ষেত্রে পূর্ব বর্ধমান থেকে সড়কপথেই কলকাতায় আসছেন তিনি । জেলা প্রশাসনের সূত্রে এমনটাই খবর । সভাস্থল থেকে কলকাতার দূরত্ব প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি । এক্ষেত্রে সড়কপথে প্রায় তাঁকে ঘণ্টাখানেকের যাত্রা করতে হবে । সাধারণত হেলিকপ্টারে গেলে দ্রুত জেলা থেকে শহরে ফিরে আসা যায় এক্ষেত্রে সড়কপথে ফেরার কারণে বেশ কিছুটা বেশি সময় লাগবে তাঁর ।