পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ফের সড়কপথে ফিরতে গিয়ে দুর্ঘটনা, কপালে আঘাত পেলেন মমতা

Mamata Banerjee Seriously Injured: আবহাওয়া খারাপ হওয়ার পর উত্তরবঙ্গে গিয়ে ঝুঁকি নিয়ে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তার ফল এখনও ভুগতে হচ্ছে তাঁকে। এবার ফের সড়কপথে ফিরতে গিয়ে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 3:28 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 24 জানুয়ারি: অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধানতার কারণে হেলিকপ্টার ছেড়ে ফিরছিলেন গাড়িতে ৷ আর তাতেও সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । বর্ধমানের গোদার মাঠে সভা সেরে কলকাতা ফেরার পথে সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় আচমকাই এই ঘটনা ঘটে । বৃষ্টির কারণে মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তা আচমকাই ব্রেক কষে । তাতে ঝাঁকুনিতে মমতা মাথায় সামান্য চোট পান । তবে এরপরও ওই গাড়িতেই কলকাতায় ফিরছেন তিনি । গোদার মাঠ থেকে জিটি রোডে ওঠার মুখে একটি উঁচু মত জায়গা আছে সেখানেই ঘটনাটি ঘটেছে ।

আবহাওয়া খারাপ হওয়ার পর উত্তরবঙ্গে গিয়ে ঝুঁকি নিয়ে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তার ফল এখনো ভুগতে হচ্ছে তাঁকে। আর সে কারণেই এবার খারাপ আবহাওয়ার জন্য আর ঝুঁকি নিলেন না মমতা । পূর্ব বর্ধমান থেকে ফেরার পথে আবহাওয়া খারাপ হওয়ায় সরাসরি কলকাতায় রওনা হলেন মুখ্যমন্ত্রী । এক্ষেত্রে পূর্ব বর্ধমান থেকে সড়কপথেই কলকাতায় আসছেন তিনি । জেলা প্রশাসনের সূত্রে এমনটাই খবর । সভাস্থল থেকে কলকাতার দূরত্ব প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি । এক্ষেত্রে সড়কপথে প্রায় তাঁকে ঘণ্টাখানেকের যাত্রা করতে হবে । সাধারণত হেলিকপ্টারে গেলে দ্রুত জেলা থেকে শহরে ফিরে আসা যায় এক্ষেত্রে সড়কপথে ফেরার কারণে বেশ কিছুটা বেশি সময় লাগবে তাঁর ।

তবে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথে একাধিক জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে এই ধরনের সড়কযাত্রা তাঁর ক্ষেত্রে নতুন নয় । তাই এই যাত্রায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তাঁর । বহুক্ষেত্রে এ ধরনের সড়ক যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে যাওয়ার পথে মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করতে তাদের অভাব অভিযোগ শুনতে । এদিন তেমনটা করেন কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন

  1. আমাদের মতো সমাজ সংস্কার সারা পৃথিবীতে কেউ করেনি, বর্ধমানে বললেন মুখ্যমন্ত্রী
  2. হামলা থেকে শিক্ষা ! সশস্ত্র বাহিনী দিয়ে এলাকা ঘিরে শাহজাহানের বাড়ি তল্লাশি ইডি'র
  3. হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটেও এবার শাসকের চোখ রাঙানির অভিযোগ, ক্ষুব্ধ বিচারপতি

ABOUT THE AUTHOR

...view details