পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ভোটের পর ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ভাবব, ডাবগ্রামে বার্তা মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: রাজ্যের শাসকদল যে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে নেই, তা এবার যেন জনে-জনে বলে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানেই প্রচারে যাচ্ছেন, সেখানেই তিনি এই বার্তা দিচ্ছেন ৷ এবার সেই বার্তা শোনা গেল শনিবার শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 7:29 PM IST

'ইন্ডিয়া' জোট নিয়ে ফের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ডাবগ্রাম, 13 এপ্রিল: বাংলায় তাঁর দল কোনও জোটে নেই ৷ বিশেষত, 'ইন্ডিয়া' জোটের সদস্য সিপিএম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক পশ্চিমবঙ্গে অন্তত নেই ৷ আজ ফের একবার একথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ শনিবার শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় নির্বাচনী জনসভা মঞ্চ থেকে মমতা বলেন, "বাংলায় সিপিএম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ একটি ভোটও তাদের দেবেন না ৷"

এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটা স্কুলের মাঠে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন মমতা ৷ এদিন সভামঞ্চে কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত বার্তা দেন তিনি ৷ সভামঞ্চ থেকে মমতা বলেন, "বাংলায় সিপিএম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ অল ইন্ডিয়ার বিষয়টা কেন্দ্রের সময় বুঝে নেব ৷ সরকার গড়তে আমরাই নির্ধারক ভূমিকা নেব ৷ কিন্তু, এখানে কেউ তাদের একটি ভোটও দেবেন না ৷ সিপিএম, কংগ্রেস বিজেপির সঙ্গে হাতেহাত মিলিয়ে বাংলায় লড়াই করছে ৷ বিজেপিকে সাহায্য করতেই তারা চলছে ৷"

প্রশ্ন উঠছে, কেন তাঁকে বারেবারে একথা বলতে হচ্ছে ? যেখানে রাজ্যে তৃণমূল ক্ষমতায় রয়েছে ৷ সেখানে এই কথা বলার অর্থ কী ? তাহলে কী অন্য কোনও ভয় পাচ্ছেন মমতা ? কী সেই ভয় ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, গ্রামীণ অঞ্চলে বহুক্ষেত্রে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয় ৷ এক্ষেত্রে তৃণমূলের ভোটাররা যদি 'ইন্ডিয়া' জোটের প্রার্থীকে ভোট দেয়, তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে ৷ আর সেটাই চাইছেন না তৃণমূল সুপ্রিমো ৷

পাশাপাশি এদিন জলপাইগুড়ির ভোটারদের উদ্দেশে মমতা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ৷ 2019 লোকসভায় তৃণমূলের এই কেন্দ্রে হার নিয়ে মমতার প্রশ্ন, "কী অপরাধ করল তৃণমূল ? যে উত্তরবঙ্গের মানুষ বারংবার বিজেপিকে ভোট দেয় ৷ মানুষের সুবিধার জন্য কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে রেশন-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে রাজ্য সরকার ৷ জন্ম থেকে মৃত্যু সবটাই আমরা করি ৷ সব কাজ আমরা করছি ৷ আর ভোট পাবে বিজেপি ৷ মনে রাখবেন ধর্মের নামে ভোট নিয়ে যায় বিজেপি ৷ ধর্মের কথা বললে আপনাদের পেট ভরবে তো ?" তাই এবার মমতার আবেদন, ভোটটা যেন সকলে তাঁর প্রার্থীকেই দেয় ৷

আরও পড়ুন:

  1. 'কী দোষ করেছিল তৃণমূল ?', ঊনিশের হার নিয়ে জলপাইগুড়িতে আক্ষেপ মমতার
  2. অভিষেকের চ্যালেঞ্জের জবাব, ভোটের মুখে উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ বিজেপির
  3. নিজের গড়েই প্রচারে বাধা, অধীরকে দেখেই গো-ব্যাক স্লোগান তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details