শিলচর, 17 এপ্রিল: শিলচরে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে অসমে সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন শিলচরের সভায় তিনি বলেন, তাঁর আজকের সফর ট্রায়াল মাত্র ৷ ফাইনাল এখনও বাকি ৷ লোকসভায় যে চারজন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসমে লড়ছেন, তাঁরা জয়ী হলে আগামী বিধানসভা নির্বাচনে অসমে সবক'টি আসনে লড়বে ঘাস-ফুল ৷
লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস ৷ আজ তাঁরই সমর্থনে প্রচারে অসমে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এ দিন শিলচরের সভা থেকে তিনি বলেন, "এটা আমার জাস্ট ট্রায়াল ৷ আজ ট্রায়াল দিতে এসেছি ৷ ফাইনাল তো আভি বাকি হ্যায় ৷ ফাইনাল খেলতে আসব আবার ৷ লোকসভায় খেলা হবে ৷"
এ বার অসমে মোট চারটি আসনে লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাঁদের জেতানোর আহ্বান জানিয়ে মমতা এ দিন অসমবাসীর উদ্দেশে বলেন, "চারটি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে ৷ আপনারা কিছু না দিতেই আমি সুস্মিতা দেবকে সাংসদ করেছি ৷ এ বার দিয়ে দেখুন ৷ শিলচরে তো কিছুই হয়নি গত কয়েক বছরে ৷ আপনারা তৃণমূলের প্রার্থীদের জেতান ৷ আমরা জিতলে ক্যা তুলে দেব, এনআরসি তুলে দেব, ইউনিফর্ম সিভিল কোড তুলে দেব ৷ বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, অসমের সবাইকে এক হয়ে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে ৷ আমি কথা দিচ্ছি, আগামী অসম বিধানসভা নির্বাচনে তৃণমূল সব আসনে প্রার্থী দেবে ৷"
এ প্রসঙ্গে সিএএ-এর বিরোধিতা করে বিজেপিকে তুলোধোনা করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সিএএ-র বিরুদ্ধে আপনাদের জন্য আমার রাজ্যে আন্দোলন করেছি ৷ সে জন্য আমার বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী এখানে এফআইআর করলেন ৷ আমায় কী করবে ! গলা কাটবে ? জেলে ভরবে ? কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে ? ভারতকে তো জেলখানা বানিয়ে দিয়েছো ৷ আমাদের সরকার হলে এখানে এ সব কিছু হতে দেব না ৷"
মমতার কথায়, "এই নির্বাচন ভয়ংকর ৷ এত কলুষিত নির্বাচন আগে কখনও আপনারা দেখেননি ৷ এটা এজেন্সির দ্বারা নির্বাচন ৷" নরেন্দ্র মোদির সরকারকে দাঙ্গাবাজ, লুঠেরা ও জুমলাবাজের সরকার বলে তোপ দেগে মমতার অনুরোধ, "একবার জোট বাঁধুন ৷ আর জোট মানে তৃণমূল কংগ্রেস ৷ আমরা বাংলায় একা লড়ছি ৷ সিপিএম নেই, কংগ্রেসও নেই ৷ তবে অল ইন্ডিয়ায় 'ইন্ডিয়া' জোটকে আগামী দিনে আমরাই নেতৃত্ব দেব ৷ তাই ভয় না-পেয়ে রুখে দাঁড়ান ৷"
অসমবাসীকে সাবধানবাণী শোনানোর পাশাপাশি সবসময় উত্তর-পূর্বের এই রাজ্যের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন মমতা ৷ তিনি বলেন, "এ বার যদি মোদি কোনওভাবে জিতে যায়, তাহলে দেশে আর গণতন্ত্র থাকবে না, আর নির্বাচনও হবে না ৷ একাই দেশটাকে বেচে দেবেন ৷ এখনই দেশটাকে বেচে দিয়েছেন ৷ আমরা যদি বাংলায় একা লড়তে পারি, তাহলে আপনাদের সেই সাহস নেই কেন ? অসমে বরোদের সমস্যা হয়েছিল, আমরা আলিপুরদুয়ারে তাঁদের আশ্রয় দিয়েছিলাম ৷ বাংলা সবসময় আপনাদের পাশে রয়েছে ৷"
আরও পড়ুন:
- নাম না-করে 'বহিরাগত' রাজু বিস্তাকে ভোট না-দেওয়ার আবেদন মমতার
- 'আমার গাড়ি দেখে চোর বলছে, জিভ টেনে ছিঁড়ে নিতাম'; ময়নাগুড়ি থেকে হুঁশিয়ারি মমতার
- দুর্নীতি নিয়ে তৃণমূলকে বিঁধতে সুকুমার রায়ের ‘চোর ধরা’র দু’টি লাইন শোনালেন মোদি