পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কোথাও বাধা পেলে সেখানে জনসংযোগ সারবেন রাহুল, জানাল মালদা জেলা কংগ্রেস - রাহুল গান্ধি

Bharat Jodo Nyay Yatra: আগামিকাল বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদায় প্রবেশ করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ওই দিনই প্রায় একই জায়গায় তৃণমূলের কর্মসূচি রয়েছে ৷ ফলে রাহুলের কর্মসূচি বাধাপ্রাপ্ত হতে পারে বলে আশংকা করছেন জেলা কংগ্রেসের নেতারা ৷ তাই কংগ্রেস জানিয়েছে, রাহুলকে যেখানে বাধা দেওয়া হবে, সেখানে জনসংযোগ কর্মসূচি করা হবে ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 3:11 PM IST

মালদা, 30 জানুয়ারি: রাহুল গান্ধি যদি কোথাও ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে এগিয়ে নিয়ে যেতে বাধা পান, তাহলে সেখানেই তিনি জনসংযোগ করবেন ৷ মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে মালদা জেলা কংগ্রেসের তরফে৷ মালদা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েই দিয়েছেন, রাহুলজিকে কোথাও বাধা দেওয়া হলে তিনি সেখানেই জনসংযোগ বার্তা দেবেন ৷ আমরা সেই অনুযায়ীই ব্যবস্থা নেব ৷

উল্লেখ্য, এর আগে দলের সর্বভারতীয় নেতার নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তারপরেই রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় কড়া পুলিশি ঘেরাটোপ রয়েছে৷ কঠোর পুলিশি নিরাপত্তার জন্য জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে রাহুলের কাছাকাছিও ঘেঁষতে পারেননি কেউ ৷ এমনকি কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও ৷

এই পরিস্থিতিতে নেতার নিরাপত্তা নিয়ে বলার কিছু নেই মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের ৷ আগামিকাল বুধবারই বিহার থেকে মালদার হরিশ্চন্দ্রপুরের লাভা দিয়ে এই জেলায় পা রাখছেন রাহুল গান্ধি ৷ আগামিকাল লাভা দিয়ে হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে সেখানকার তেলজন্নায় পথসভা করার কথা রয়েছে রাহুলের ৷ সেখান থেকে তিনি যাত্রা নিয়ে পৌঁছোবেন রতুয়া 1 নম্বর ব্লকের ভালুকায় ৷

এখানেই তাঁর মধ্যাহ্নভোজন করার কথা রয়েছে ৷ তবে মধ্যাহ্নভোজনের জন্য এখনও পর্যন্ত ভালুকা ডাকবাংলোর অনুমতি দেয়নি সেচ দফতর ৷ তবে বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ রতুয়ার দেবীপুর সানডে ক্লাব অ্যান্ড লাইব্রেরি মাঠে রাহুলের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছে ৷ সেখান থেকে ইংরেজবাজার ও মালদা শহর হয়ে সুজাপুর চলে যাবেন তিনি ৷ সেখানে রাত্রিবাস করে পরদিন মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন ৷

তবে রাহুলের কর্মসূচি নিয়ে জেলা কংগ্রেসের মধ্যে কিছু অশনি সংকেতও দেখা দিয়েছে ৷ জেলার কোথাও যদি তাঁকে আটকানোর চেষ্টা করা হয় কিংবা জনসমর্থনে বাধা দেওয়া হয় তবে কী হবে ? আগামিকালই মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সফরকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরে বাইক মিছিলের ডাক দিয়েছে তৃণমূল ৷ সেই মিছিল লাভা দিয়েই যাওয়ার কথা ৷

এই নিয়ে মালদা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েই দিয়েছেন, রাহুলজিকে কোথাও বাধা দেওয়া হলে তিনি সেখানেই জনসংযোগ বার্তা দেবেন ৷ আমরা সেই অনুযায়ীই ব্যবস্থা নেব ৷ আর তৃণমূলের বাইক মিছিল উদ্দেশ্যপ্রণোদিত বলেই আমরা মনে করছি ৷’’

এর পর তাঁর সংযোজন, ‘‘তবে পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা রয়েছে ৷ আমরা আশা করছি, পুলিশ প্রতিটি ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ নেবে ৷ তেলজন্না ও মালদা শহরে রাহুলজির সংযোগ বার্তা দেওয়ার কথা রয়েছে ৷ গাড়ি থেকেই তিনি মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ৷ আগামিকাল সকাল 10টা নাগাদ তাঁর জেলায় ঢোকার কথা ৷ তবে সেই সময়সূচির পরিবর্তন হতে পারে ৷”

আরও পড়ুন:

  1. বহরমপুরে রাত্রিবাসের জায়গা হল না রাহুলের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের
  2. রাহুলের জন্য সরকারি বাংলো ব্যবহারের অনুমতি দেয়নি মালদা প্রশাসন, অভিযোগ কংগ্রেসের
  3. মমতার বাংলায় নিরাপত্তার ঘেরাটোপে রাহুলের ন্যায় যাত্রা

ABOUT THE AUTHOR

...view details