নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা দিনকয়েক আগেও সবচেয়ে বড় ইস্যু ছিল ৷ কিন্তু আচমকাই সেই জটিলতা কাটার ইঙ্গিত মিলতে শুরু করেছে ৷ বুধবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্য়ে আসন সমঝোতার বিষয়টি প্রকাশ্য়ে এসেছে ৷ বৃহস্পতিবার জানা গিয়েছে যে দিল্লিতে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্য়ে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে ৷
জানা গিয়েছে, দিল্লির 7টি আসনের মধ্যে আপ লড়বে চারটি আসনে। কংগ্রেস প্রার্থী দেবে তিনটি আসনে। হরিয়ানায় একটি আসন আপকে ছেড়ে দিয়েছে হাত শিবির। আবার চণ্ডীগড়ের আসন আপ ছেড়ে দিয়েছে কংগ্রেসকে। তবে পঞ্জাব নিয়ে একমত হতে পারেনি দুটি দল। সেথানে আলাদা আলাদা প্রার্থী দিতে চলেছে আপ ও কংগ্রেস।
বৃহস্পতিবার সকালে এই বিষয়ে প্রশ্ন করা হয় দিল্লি সরকারের মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতীশিকে ৷ তিনি বলেন, "শীঘ্রই আসন ভাগাভাগির বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে৷ দয়া করে অপেক্ষা করুন ।" এরপর রাতের দিকে জানা যায় দিল্লির সাতটি আসনের মধ্যে আম আদমি পার্টি লড়বে চারটি আসনে ৷ আর কংগ্রেস প্রার্থী দেবে তিনটি আসনে ৷
উল্লেখ্য, দিল্লিতে লোকসভার আসন সাতটি ৷ 2019 সালে সব আসনেই জিতেছিল বিজেপি ৷ বিজেপির পক্ষে ছিল 56.9 শতাংশ ভোট ৷ কংগ্রেস পেয়েছিল 22.6 শতাংশ ভোট ৷ আর আম আদমি পার্টির দখলে গিয়েছিল 18.2 শতাংশ ভোট ৷ কোনও আসন জিততে না পারলেও পাঁচটি আসনে তৃতীয় স্থানে ছিল অরবিন্দ কেজরিওয়ালের দল ৷ 2019 সালে তারা একাই লড়াই করেছিল ৷ বিজেপির বিরুদ্ধে তৈরি হওয়া জোট ‘ইন্ডিয়া’য় কংগ্রেসের সঙ্গে থাকলেও আম আদমি পার্টি দিল্লিতে একাই লড়বে বলে জানিয়েছিলেন কেজরিওয়াল ৷
পরে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ সন্দীপ পাঠকও এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে জোটের নীতি অনুসরণ করে আম আদমি পার্টি দিল্লিতে কংগ্রেসকে একটি আসন দিতে প্রস্তুত ৷ বাকিগুলিতে তাঁরা লড়াই করবেন ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, তার পরও কিভাবে রফাসূত্রে পৌঁছালো এই দুই রাজনৈতিক দল ?
এদিকে জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার পর থেকে আম আদমি পার্টি ক্রমশ দিল্লির বাইরে অন্য রাজ্যে প্রভাব বিস্তার করতে চাইছে ৷ ইতিমধ্যে তারা পঞ্জাবে সরকার গঠন করেছে ৷ গুজরাতেও তাদের ফল খারাপ ছিল না ৷ কিন্তু সাম্প্রতিক পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবি হয়েছে আপের ৷ তাই তারা চায় লোকসভা নির্বাচনে দিল্লির বাইরে বেশ কয়েকটি ছোট রাজ্যে প্রভাব বিস্তার করে কয়েকটি আসনে জিততে ৷ ইতিমধ্যে তারা গুজরাত, গোয়া ও অসমে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে ৷
আরও পড়ুন:
- আসনরফা নিয়ে জট কাটল, লোকসভায় জোট বাঁধছে সপা-কংগ্রেস; জানালেন অখিলেশ
- রাজ্যে 'ইন্ডিয়া' জোট ভাঙার মূলে অধীর ? জারি রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ
- 'আমার সঙ্গে মমতাজির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো', 'ইন্ডিয়া' জোট নিয়ে রাহুল