পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে আবেদন অন্তত 15 জনের - BJP candidate

South Malda constituency: আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন অন্তত 15 জন ৷ জানিয়েছেন দলের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 2:17 PM IST

মালদা, 27 ফেব্রুয়ারি: ঊনিশের লোকসভা নির্বাচনে উত্তর মালদায় জয় পেলেও দক্ষিণ মালদা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ একুশের বিধানসভায় ভোটে জিতে বর্তমানে তিনি ইংরেজবাজারের বিধায়ক ৷ এগিয়ে আসছে আরও একটি লোকসভা ভোট ৷ অদ্ভুত বিষয়, একটি হারা আসনে এ বার প্রার্থীর দৌড়ে রয়েছেন পদ্ম শিবিরের অন্তত 15 জন ৷ তা স্বীকারও করে নিয়েছেন দলের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি ৷

গত লোকসভা ভোটে দক্ষিণ মালদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ৷ যদিও জয় পেতে বেশ কাটখড় পোড়াতে হয়েছিল তাঁকে ৷ মুর্শিদাবাদ জেলায় থাকা দুটি বিধানসভা কেন্দ্র, ফরাক্কা ও সামশেরগঞ্জের ভোটেই জয় পেয়েছিলেন আবু হাসেম ৷ হাজার আটেক ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে ৷ এ বার অসুস্থ আবু হাসেমের ভোটে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ ৷ প্রার্থী হতে পারেন তাঁর ছেলে ইশা খান চৌধুরী ৷ গত বিধানসভা নির্বাচনে ইশা সুজাপুর কেন্দ্রে রেকর্ড ভোটে হেরেছিলেন ৷ তাই বিজেপির অনুমান, দক্ষিণ মালদা কেন্দ্রটিতে এ বার তাদের জয়ের সম্ভাবনা প্রবল ৷ দলের থিংক ট্যাংকও এই আসনটিকে নিজেদের পজিটিভ সিট বলে মনে করছে ৷ রাজনৈতিক মহল বলছে, সে কারণেই এ বার এই আসনে প্রার্থীপদের একাধিক দাবিদার ৷

তবে শুধুই কি জয়ের অংক ! রাজনীতির কারবারীদের একাংশের বক্তব্য, দক্ষিণ মালদা কেন্দ্রের বাতাসে টাকা ওড়ে ৷ বিস্তীর্ণ এলাকায় ইন্দো-বাংলা সীমান্ত ৷ তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত নদী সীমান্ত ৷ চোরা কারবারীদের স্বর্গরাজ্য ৷ শুধু তাই নয়, এখানে রয়েছে মাদকের বেআইনি ব্যবসা, রয়েছে বালি ও কয়লার লরি থেকে তোলা আদায়ও ৷ পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বখরা না দিয়ে এ সব কাজ করার কথা দুষ্কৃতীরা ভাবতেও পারে না ৷ শুনলে অবাক লাগলেও এখানকার দুষ্কৃতীদের প্রতিদিন অন্তত পাঁচ থেকে সাত লাখ টাকা বখরা দিতে হয় ৷

কারণ কী জানা নেই ৷ তবে এ বার এই কেন্দ্রে পদ্ম চিহ্নে প্রার্থীর দৌড়ে রয়েছেন অনেকেই ৷ তার মধ্যে রয়েছেন ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি, প্রাক্তন জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, যুবনেতা বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার থেকে শুরু করে শ্যামচাঁদ ঘোষ, অজিত দাস, বর্তমান জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, এমনকি গত নির্বাচনের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীও ৷

এ নিয়ে দলের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ জানাচ্ছেন, “দক্ষিণ মালদা কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে আমার কাছে এখনও পর্যন্ত 10 জন আবেদন করেছেন ৷ শুনেছি, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও কিছু আবেদন জমা পড়েছে ৷”

আরও পড়ুন:

  1. কংগ্রেস নেতাকে রায়গঞ্জে প্রার্থী হওয়ার প্রস্তাব তৃণমূলের! মোহিত সেনগুপ্তের পোস্ট ঘিরে তোলপাড় রাজনীতি
  2. বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নেমে পড়লেন দেওয়াল লিখনে
  3. লোকসভা ভোটের প্রচার ! আসানসোলের মেয়রের সঙ্গে সাক্ষাৎ শত্রুঘ্ন-জায়া পুনমের

ABOUT THE AUTHOR

...view details