মালদা, 27 ফেব্রুয়ারি: ঊনিশের লোকসভা নির্বাচনে উত্তর মালদায় জয় পেলেও দক্ষিণ মালদা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ একুশের বিধানসভায় ভোটে জিতে বর্তমানে তিনি ইংরেজবাজারের বিধায়ক ৷ এগিয়ে আসছে আরও একটি লোকসভা ভোট ৷ অদ্ভুত বিষয়, একটি হারা আসনে এ বার প্রার্থীর দৌড়ে রয়েছেন পদ্ম শিবিরের অন্তত 15 জন ৷ তা স্বীকারও করে নিয়েছেন দলের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি ৷
গত লোকসভা ভোটে দক্ষিণ মালদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ৷ যদিও জয় পেতে বেশ কাটখড় পোড়াতে হয়েছিল তাঁকে ৷ মুর্শিদাবাদ জেলায় থাকা দুটি বিধানসভা কেন্দ্র, ফরাক্কা ও সামশেরগঞ্জের ভোটেই জয় পেয়েছিলেন আবু হাসেম ৷ হাজার আটেক ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে ৷ এ বার অসুস্থ আবু হাসেমের ভোটে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ ৷ প্রার্থী হতে পারেন তাঁর ছেলে ইশা খান চৌধুরী ৷ গত বিধানসভা নির্বাচনে ইশা সুজাপুর কেন্দ্রে রেকর্ড ভোটে হেরেছিলেন ৷ তাই বিজেপির অনুমান, দক্ষিণ মালদা কেন্দ্রটিতে এ বার তাদের জয়ের সম্ভাবনা প্রবল ৷ দলের থিংক ট্যাংকও এই আসনটিকে নিজেদের পজিটিভ সিট বলে মনে করছে ৷ রাজনৈতিক মহল বলছে, সে কারণেই এ বার এই আসনে প্রার্থীপদের একাধিক দাবিদার ৷
তবে শুধুই কি জয়ের অংক ! রাজনীতির কারবারীদের একাংশের বক্তব্য, দক্ষিণ মালদা কেন্দ্রের বাতাসে টাকা ওড়ে ৷ বিস্তীর্ণ এলাকায় ইন্দো-বাংলা সীমান্ত ৷ তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত নদী সীমান্ত ৷ চোরা কারবারীদের স্বর্গরাজ্য ৷ শুধু তাই নয়, এখানে রয়েছে মাদকের বেআইনি ব্যবসা, রয়েছে বালি ও কয়লার লরি থেকে তোলা আদায়ও ৷ পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বখরা না দিয়ে এ সব কাজ করার কথা দুষ্কৃতীরা ভাবতেও পারে না ৷ শুনলে অবাক লাগলেও এখানকার দুষ্কৃতীদের প্রতিদিন অন্তত পাঁচ থেকে সাত লাখ টাকা বখরা দিতে হয় ৷