পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দিলীপের নিরাপত্তারক্ষীর গাড়ি ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল; হুঁশিয়ারি সিদ্দিকুল্লার - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বিজেপির বুথ এজেন্টকে মারধর ও বের করে দেওয়ার অভিযোগে তুমুল অশান্তি মন্তেশ্বরের তুল্লা গ্রামে ৷ আক্রান্ত বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ৷

ETV BHARAT
মন্তেশ্বরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 2:43 PM IST

Updated : May 13, 2024, 4:07 PM IST

মন্তেশ্বরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

বর্ধমান, 13 মে: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বরের তুল্লা গ্রামে বিজেপির বুথ এজেন্টকে মারধর ও বের করে দেওয়ার অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গেলে, তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয ৷ এমনকী দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের তাড়া করা হয় বলেও অভিযোগ ৷ দিলীপের নিরাপত্তারক্ষী ও সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ৷ মন্তেশ্বরের তুল্লা গ্রামের ওই বুথে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে ৷ বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ চলছে ৷ যদিও, তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে ৷

এদিকে এই ঘটনায় পালটা দিলীপকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরি। তাঁর অভিযোগ, গোলমাল পাকাতেই এলাকায় দলবদল নিয়ে প্রবেশ করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর কথায়, " ঠ্যাঙারে বাহিনীর সাবধান হওয়ার সময় এসেছে। মেরে পা ভেঙে দেওয়া হবে।"

অভিযোগ, তুল্লাগ্রামের ওই বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি ৷ তাঁকে মারধর করে তৃণমূলের লোকজন বের করে দেয় ৷ সেই খবর পেয়েই দিলীপ ঘোষ ঘটনাস্থলে পৌঁছন ৷ কিন্তু, বিজেপি প্রার্থী সেখানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ প্রার্থী সেখানে কেন এসেছেন ? দিলীপ ঘোষের এলাকা ছাড়ার দাবিতে বিক্ষোভ দেখা শুরু করেন তৃণমূল কর্মীরা ৷ দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো হয় ৷ কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে দিলীপ ঘোষের বচসার ছবিও সংবাদমাধ্যমে ধরা পড়েছে ৷

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সেখানে উপস্থিত বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ সেই ইট লেগে দিলীপের নিরাপত্তারক্ষী এবং সংবাদমাধ্যমের গাড়ির কাঁচ ভাঙে বলে অভিযোগ ৷ দিলীপ ঘোষের বিরুদ্ধে গো-ব্যাক স্লোগান তোলা হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ৷ তাঁরা বিজেপি প্রার্থীকে নিরাপত্তা দিয়ে এলাকা থেকে বের করে ৷

যদিও, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ ৷ ঘটনার সময় পুলিশ সেখানে থাকলেও, কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ পরে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ যদিও, স্থানীয় তৃণমূলের তরফে দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পালটা দিলীপ ঘোষের বিরুদ্ধে তুল্লা গ্রামের ওই বুথে গিয়ে অশান্তি তৈরি করার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন:

  1. পাগলের প্রলাপ বকছেন মোদি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়ার
  2. বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ, অভিযোগ শতাব্দীর
  3. ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধরে আহত দুই টোটোচালক
Last Updated : May 13, 2024, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details