আসানসোল, 27 এপ্রিল: কুলটির নির্বাচনী জনসভা থেকে ফের ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভা থেকে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের কাজ বন্ধ করে দিয়েছে ৷ আর এক্ষেত্রে যদি ধস কবলিত এলাকায় কোনও বিপদ হয়, তাহলে তিনি আগামিদিনে ইসিএল কিংবা কোল ইন্ডিয়াকে ছাড়বেন না, বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷
প্রসঙ্গত, 2009 সালে তৎকালীন সাংসদ হারাধন রায়ের করা জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে খনিজনিত কারণে আসানসোলে ধস কবলিত 141টি মৌজার বাসিন্দাদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিল ইসিএল ৷ মোট 2 হাজার 650 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ৷ কিন্তু, এখনও পর্যন্ত মাত্র 650 কোটি টাকা কেন্দ্র দিয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে ৷ পুনর্বাসন প্রকল্পের কাজ অর্ধেকও হয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ আজও ধস কবলিতদের অধিকাংশ পুনর্বাসন পায়নি ৷ আর তা নিয়েই নির্বাচনী জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী ৷
কুলটিতে মুখ্যমন্ত্রী বলেন "প্রায় 30 হাজার মানুষ আজ রানিগঞ্জে ধস কবলিত ৷ যে কোনও সময় বিপদ হতে পারে ৷ বারবার বলা সত্ত্বেও, যে কাজটা শুরু হয়েছিল, কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়েছে ৷ আগামী দিন যদি কোনও বিপদ হয়, আমি ইসিএল-কে ছাড়বো না, কোল ইন্ডিয়াকেও ছাড়বো না ৷ বিজেপি নেতাদেরও ছাড়বো না ৷ তা-ও আমরা অনেক বাড়ি তৈরি করে রেখেছি ৷"