চেন্নাই, 13 এপ্রিল: 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফলে 'ইন্ডিয়া' জোট 'সুইট ভিক্ট্রি' পাবে ৷ শুক্রবার সন্ধ্যায় রাহুল গান্ধির সঙ্গে নির্বাচনী প্রচারে উপস্থিত হয়ে এমনটাই দাবি করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ তামিলনাড়ুর কোয়েম্বাটোরের নির্বাচনী প্রচারে যাওয়ার আগে রাহুল গান্ধি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের জন্য বিখ্যাত 'মাইসোর পাক' উপহার হিসেবে নিয়ে যান ৷ ভাই রাহুলের থেকে এই উপহার পেয়ে তিনি আপ্লুত বলে জানালেন স্ট্যালিন ৷
কংগ্রেসের সোশাল মিডিয়া সাইটে রাহুলের মাইসর পাক কেনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ দেখা গিয়েছে, কোয়েম্বাটোরে জনসভায় যাওয়ার পথে হঠাৎই গাড়ি দাঁড় করিয়ে দেন রাহুল গান্ধি ৷ গাড়ি থেকে নেমে তিনি রাস্তা ডিভাইডার টপকে উলটো দিকের একটি মিষ্টির দোকানে ঢোকেন ৷ একসঙ্গে অনেককে দোকানের দিকে আসতে দেখে মালিক এবং কর্মচারীরা কিছুটা ঘাবড়ে যান প্রথমটায় ৷ পরে তাঁরা দেখেন, দোকানে ঢুকছেন রাহুল গান্ধি ৷ আর বাকিরা তাঁর নিরাপত্তারক্ষী ৷
দোকানে ঢুকে রাহুলকে বলতে শোনা যায়, "আমার ভাই স্ট্যালিনের জন্য মাইসোর পাক কিনতে চাই ৷" তবে, স্ট্যালিন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ তাই রাহুল আগে নিজে সেই মাইসর পাক চেখে দেখলেন ৷ অসাধারণ স্বাদের প্রশংসাও করলেন তিনি ৷ এরপর মাইসোর পাক গিফটপ্যাক করিয়ে নিজের হাতে দাম মেটালেন রাহুল ৷ সবশেষে দোকানের কর্মচারীদের সঙ্গে ছবি তুলে গন্তব্যে রওনা দেন কংগ্রেস নেতা ৷
সভাস্থলে পৌঁছে স্ট্যালিনের হাতে মাইসোর পাকের প্যাকেট তুলে দিয়ে তাঁকে আলিঙ্গন করতে দেখা যায় রাহুলকে ৷ রাহুলের এই উপহার নিয়ে যাওয়ায় আপ্লুত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ তিনি এক্স হ্যান্ডেলে রাহুলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "আমার ভাই রাহুল গান্ধির 'মিষ্টি ব্যবহার' হৃদয় ছুঁয়ে গিয়েছে, আমি আপ্লুত ৷ আগামী 4 জুন 'ইন্ডিয়া' তাঁকে 'মিষ্টি জয়' উপহার দেবে ৷" উল্লেখ্য, রাহুল লোকসভা নির্বাচনে গতবারের ওয়েনাড় কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷
আরও পড়ুন:
- মাছ-মাংস বাঙালির মজ্জায়, 'আমিষ' বিতর্কে প্রধানমন্ত্রীকে বিঁধে বললেন সাগরিকা-মহুয়া
- পয়লা বৈশাখে বিজেপির নির্বাচনী প্রচারে নামছেন 'মহাগুরু'
- নির্বাচনী প্রচারের ফাঁকে মহিলাদের সঙ্গে মালির ভূমিকায় রাহুল