দার্জিলিং, 15 মার্চ:বিগত নির্বাচনগুলির মতো এবারের লোকসভা নির্বাচনেও আসন সমঝোতা করে লড়াইয়ে নামছে বামফ্রন্ট ও কংগ্রেস । উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই আসন সমঝোতা শেষ হয়েছে দুই শিবিরের মধ্যে । ওই তিন আসন নিয়ে দুই শিবিরের নেতৃত্বরা একাধিকবার বৈঠকেও বসেছেন । যার মধ্যে দার্জিলিং লোকসভা আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট । অন্যদিকে, আলিপুরদুয়ার আসনটি নিয়েও সমঝোতা প্রায় শেষ । সেই আসনটিও কংগ্রেসকে সমর্থন করতে রাজি হয়েছে বামেরা । তবে রায়গঞ্জ আসনটি নিয়ে আলোচনা এখনও চলছে বলে জানা গিয়েছে । উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং লোকসভা আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ । আর ওই আসনেই এবার বিজেপি, তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস ।
এই বিষয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোকেশ চক্রবর্তী বলেন, "আমাদের সঙ্গে বামফ্রন্টের একাধিকবার বৈঠক হয়েছে । যার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা হয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে । তবে দার্জিলিং লোকসভা আসনটি কংগ্রেস লড়বে । বামফ্রন্ট সেই আসন ছেড়ে দিয়েছে কংগ্রেসকে । পাহাড়বাসী এখন বিজেপি ও তৃণমূল বিরোধী । ফলে স্বাভাবিকভাবেই এখন তাদের পছন্দ কংগ্রেস । এছাড়াও বিগত দিনে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভা কংগ্রেসের দখলে ছিল । কার্শিয়াং ও কালিম্পংয়েও কংগ্রেসের সংগঠন ভালো রয়েছে । ফলে কংগ্রেসের সাংগঠনিক শক্তি ভালো থাকায় ওই আসন কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি হয়েছে বামফ্রন্ট ।"