পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মালব্য-মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি আইনজীবী শান্তনু সিনহার - Santanu Sinha - SANTANU SINHA

Santanu Sinha: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে ও বঙ্গ বিজেপির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় একাধিক অভিযোগ তুলেছিলেন আইনজীবী শান্তনু সিনহা ৷ এর জন্য তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে বিজেপি ও অমিত মালব্য ৷ এর পর সোশাল মিডিয়ায় আরও একটি পোস্ট করে জানিয়েছেন যে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷

Santanu Sinha
শান্তনু সিনহা (নিজস্ব চিত্র)

By PTI

Published : Jun 11, 2024, 3:56 PM IST

কলকাতা, 11 জুন: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ও দলের বঙ্গ শাখার তরফে আইনজীবী শান্তনু সিনহার বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর মন্তব্যের’ অভিযোগ করা হয়েছে ৷ এর পরই মঙ্গলবার ওই আইনজীবী দাবি করেন যে তাঁর মন্তব্য়ের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ তিনি অবশ্য জানিয়েছেন যে সোশাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন, সেটি তিনি ডিলিট করছেন না ৷ কিন্তু এই মন্তব্যে যদি অমিত মালব্য আঘাত পেয়ে থাকেন, তার জন্য তিনি আন্তরিক দুঃখপ্রকাশ করছেন ।

এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শান্তনু সিনহা ৷ তিনি সেখানে লিখেছেন, "যদি আমার পোস্টের মাধ্যমে অমিত মালব্য আঘাত পেয়ে থাকেন এবং ভুল ও সম্পাদিত ব্যাখ্যার জন্য দলের সম্মানহানি হয়ে থাকে, আমি তার জন্য আমার আন্তরিক দুঃখপ্রকাশ করছি । যেহেতু আমি আমার পোস্টে অপমান করার লক্ষ্য নিয়ে অপ্রীতিকর কিছু লিখিনি ৷ তাই আমি পোস্টটি প্রত্যাহার করছি না ৷’’

এই নিয়ে যোগাযোগ করা হলে শান্তনু জানান, তিনি কারও কাছে ক্ষমা চাইছেন না ৷ বরং তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করে যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছিল, সেটাই তিনি কাটিয়ে দিলেন ৷ যদিও অমিত মালব্যর তরফে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে শান্তনু সিনহাকে, সেখানে বলা হয়েছে যে শান্তনুর মন্তব্য অমিত মালব্যর সম্মানহানি হয়েছে ৷ সেই কারণে এই ধরনের মিথ্যা ও মানহানিকর অভিযোগ আনার জন্য ক্ষমা চাইতে হবে শান্তনুকে ৷

এখন দেখার শান্তনুর এই বক্তব্যের পর দু’পক্ষের মধ্যে বিরোধ মেটে কি না !

ABOUT THE AUTHOR

...view details