পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বিধান পরিষদের ভোটে ক্রসভোটিং! মহারাষ্ট্রের সাত বিধায়কের উপর খড়গহস্ত খাড়গে - Congress Chief Mallikharjun Kharge

Congress Chief Mallikharjun Kharge: সম্প্রতি মহারাষ্ট্রে বিধান পরিষদের ভোট হয় ৷ সেখানে সাতজন কংগ্রেস বিধায়ক ক্রসভোটিং করেছেন বলে অভিযোগ ৷ এই নিয়ে ক্ষুব্ধ মল্লিকার্জুন খাড়গে ৷ ওই বিধায়কদের বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন বলে খবর ৷

Congress Chief Mallikharjun Kharge
মল্লিকার্জুন খাড়গে (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 8:04 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই: ক্ষুব্ধ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর ক্ষোভের কারণ মহারাষ্ট্রে কংগ্রেসের সাতজন বিধায়ক ৷ সম্প্রতি মহারাষ্ট্রে বিধান পরিষদের ভোট হয় ৷ সেখানে সাতজন কংগ্রেস বিধায়ক ক্রসভোটিং করেন৷ সেই কারণেই ওই সাতজনের উপর ক্ষুব্ধ খাড়গে ৷

কংগ্রেস সূত্রে খবর, মহারাষ্ট্রে এআইসিসি-র তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা রমেশ চেন্নিথালা এই নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কেসি বেণুগোপালকে ৷ তার পরই ওই সাতজন বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা শুরু করেছেন খাড়গে ৷

মহারাষ্ট্র কংগ্রেসের একজন সিনিয়র নেতা চরণ সিং সাপরা ইটিভি ভারতকে বলেন, “এটা একটা গুরুতর সমস্যা এবং সঠিকভাবে এর সমাধান করা উচিত । রাজ্য ইউনিট বিষয়টি নিয়ে এআইসিসি-তে রিপোর্ট পাঠিয়েছে । হাইকমান্ড এখন যথাযথ ব্যবস্থা নেবেন ।”

এবারের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি ভালো ফল করেছিল ৷ তার প্রেক্ষিতে মনে করা হয়েছিল যে বিধান পরিষদের ভোটেও কংগ্রেস, শিবসেনা ইউবিটি ও এনসিপি এসপি-র এই জোট ভালো করবে ৷ কিন্তু দেখা যায় ভালো ফল করেছে বিজেপি, শিবসেনা ও এনসিপি-র জোট মহায়ুতি ৷ তাদের ন’জন প্রার্থী জিতে যান ৷ তার পরই ক্রসভোটিংয়ের বিষয়টি সামনে আসে ৷

কংগ্রেস সূত্রে খবর, শিবসেনা ও এনসিপি-র কয়েকজন বিধায়ক ক্রসভোটিং করেছেন ৷ কিন্তু কংগ্রেসের তরফে সাতজন ক্রসভোটিং করা হয় সেই বিষয়টি চাপা পড়ে গিয়েছে ৷ এতে মহায়ুতির ক্ষতি কম হয়েছে ৷ কিন্তু প্রশ্ন হল, কারা এই দলবিরোধী কাজ করলেন ?

সেটা এখনও স্পষ্ট নয় ৷ আর এই বিধায়কদের খুঁজে বের করা বেশ কঠিন ৷ কারণ, গোপন ব্যালটে ভোট হয়েছে ৷ তবে কারা এই কাজ করতে পারেন, সেই অনুমান করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে, জিশান সিদ্দিকী, জিতেশ অন্তপুরকর, মোহন হাম্বারদে, সুলভা খোদকে ও হীরামন খোশকার-সহ বেশ কয়েকজন এই তালিকায় আছে ৷

এর আগে 2022 সালে বিধান পরিষদের ভোটে সাতজন কংগ্রেস বিধায়ক একই কাজ করেছিলেন ৷ সেই সময় দলের প্রার্থী তথা মহারাষ্ট্র কংগ্রেসের কার্যকরী সভাপতি চন্দ্রকান্ত হান্ডরোকে হারাতেই তাঁরা ক্রসভোটিং করেন বলে অভিযোগ উঠেছিল ৷ 2023 সালে কংগ্রেস দলের বিধায়ক (বিধান পরিষদের সদস্য) সুধীর তাম্বেকে সাসপেন্ড করে ৷ কারণ, তিনি বিধান পরিষদের ভোটে মনোনয়ন জমা দেননি ৷ বদলে তাঁর ছেলে সত্যজিত তাম্বে বিজেপির সহায়তায় নির্দল প্রার্থী হিসেবে জেতেন ৷

অন্যদিকে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট চলছেই ৷ সেখানে বুধবার চার এনসিপি বিধায়ক অজিত পাওয়ার শিবির ছেড়ে শারদ পাওয়ার গ্রুপে যোগ দিয়েছেন । সামনেই বিধানসভা ভোট ওই রাজ্যে৷ আগামিদিনে তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details