পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

স্বার্থসিদ্ধির জন্য আমাকে 'চলতা ফিরতা লাশ' বানিয়ে দিয়েছে, বঙ্গ-বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে তোপ জয় বন্দ্যোপাধ্যায়ের - Joy Banerjee - JOY BANERJEE

Joy Banerjee: পশ্চিমবঙ্গে বিজেপির বর্তমান নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন জয় বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নেতাদের একাংশ তাঁকে ব্রাত্য করে রেখেছেন ৷ ইটিভি ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে আরও একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷

Joy Banerjee
জয় বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 2:33 PM IST

কলকাতা, 17 জুন: লোকসভা ভোটে ভরাডুবির পর থেকে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন একের পর নেতা ৷ সেই তালিকায় যুক্ত হল আরও এক নেতার নাম ৷ তিনি জয় বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর অভিযোগ, "আমি এখন 80 শতাংশ সুস্থ । তবুও এখানে কিছু নেতা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সামনে আমাকে 'চলতা ফিরতা লাশ' বানিয়ে দিয়েছে । আমি সব খবরই পাই ।’’

জয় বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "আমি নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে দেখে করি । আমি তখন একদম সুস্থ । তবুও এখানকার কিছু নেতা নিজেদের স্বার্থের জন্য আমাকে চলতা ফিরত মুর্দা বানিয়ে দিয়েছে দিল্লির কাছে । আমরা গাড়িটাকে তাঁরা অ্যাম্বুলেন্স বলেন । আচ্ছা বলুন তো মানুষের কি অসুখ হবে না ? সবারই অসুখ হয় । তা বলে কি কেউ সুস্থ হয় না ? আমি নিয়মিত যোগাসন করি । আমি এখন 80 শতাংশই সুস্থ । আমি এখন একটা ভোটও লড়তে পারব । ওঁরা ভাবেন আমি কোনও খবর পায়নি । কিন্তু আমি সব খবরই পাই । সারা ভারতের খবর আমার কাছে থাকে ।"

2014 সালে 6 মার্চ বিজেপিতে যোগদান করেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্য়ায় ৷ তখনও প্রধানমন্ত্রী হননি নরেন্দ্র মোদি ৷ কিন্তু সেই মোদিকে দেখেই বঙ্গ বিজেপির তৎকালীন সভাপতি রাহুল সিনহার হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি ৷ তারপর দু’বার লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট লড়লেও সফলতা পাননি । এরপর 2021 একরাশ হতাশা নিয়ে গেরুয়া শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন ৷ দলত্যাগের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইমেল করে জানান ৷

যদিও 2023 সালে তিনি আবার বিজেপিতে থাকার কথা জানিয়ে দেন ৷ তার পর থেকে অবশ্য সক্রিয়ভাবে তাঁকে দেখা যায়নি ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি এখন শুধুমাত্র খাতায় কলমে বিজেপি নেতা হিসেবেই রয়ে গিয়েছেন ? এই প্রশ্নের উত্তরে জয় বন্দ্যোপাধ্যায় জানান, দিলীপ ঘোষ তাঁকে বলেছিলেন যে পার্টি অফিসে বসে চা-সিঙারা খাওয়ার নেতা অনেক আছে ৷ কিন্তু মাঠেঘাটের নেতার অভাব রয়েছে । তাই দিলীপ ঘোষ তাঁকে জননেতা হওয়ার পরামর্শ দিয়েছিলেন । তারপর লাগাতার তিনি গ্রামে গ্রামে সভা করেছেন, যেখানে অসংখ্য মানুষ শুধু তাঁকে একবার দেখার জন্য ভিড় করে থাকছেন ।

সেখান থেকে এভাবে ব্রাত্য হয়ে যাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেন না ৷ সেই আক্ষেপ বারবার ঝরে পড়েছে তাঁর গলায় ৷ তবে এবার তাঁকে রানাঘাট লোকসভায় বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের প্রচারে কিছুটা দেখা গিয়েছিল ৷ সেই তিনি জয় বলেন, ‘‘যেহেতু গ্রাম বাংলার মানুষজনের কাছে বঙ্গ সিনেমার নায়কদের প্রতি একটা আলাদা আবেগ কাজ করে, তাই রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার নিজের নির্বাচনী প্রচারে জয় বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রচার করিয়েছেন ।’’

ABOUT THE AUTHOR

...view details